চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরীতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের যে কোনো যায়না থেকে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট পদে আবেদন করার যোগ্যতা রাখে এবং আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকে তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে জানতে নিচে শেষ অবধি পড়বেন।
পদের নাম : লাইব্রেরীতে কর্মী নিয়োগ
আবেদন প্রক্রিয়া : যে সকল চাকরি প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট এ আবেদন করতে পারবে। শুধু অনলাইনের মাধ্যম আবেদন গ্রহণ করা হবে।
অনলাইনে আবেদন করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন :
১. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র
২. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
৩. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
৪. পাসপোর্ট সাইজের ছবি
৫. অনলাইন আবেদন ফী জমা করার মাধ্যম
৬. অন্যান্য
আবেদন ফী : আবেদন ফী শুধু অনলাইনের মাধ্যম গ্রহণ করা হবে। অন্য কোনো মাধ্যমে আবেদন ফী জমা নেওয়া হবে না। সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন ফী জমা করতে হবে 2 হাজার টাকা এবং এসসি ও এসটিদের জন্য আবেদন ফী জমা করতে হবে 500 টাকা।
শিক্ষাগত যোগ্যতা : A Master‘s Degree in Library Science/Information Science/Documentation Science সঙ্গে 55 শতাংশ নম্বর ও কমপক্ষে 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন : 37,400 থেকে 67,000 সঙ্গে গ্রেট পে 10,000 টাকা।
বয়সসীমা : প্রার্থীদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে। এর বেশি হলে আবেদনে অযোগ্য হবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ও অনলাইন আবেদন লিঙ্ক পেতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন 👇👇👇
Official Notice : Click Here
Online Apply : Click Here
Telegram Channel Link : Click Here
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You