পশ্চিমবঙ্গের বাসিন্দা? পড়াশোনা করেও এখনো বেকার? তাহলে এই খবরটি আপনার জন্য। এবার রাজ্যের বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে রাজ্য সরকার ফের নয়া প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে না থাকতে হবে বিশেষ শিক্ষাগত যোগ্যতা, না হতে হবে বিশেষ যোগ্যতার অধিকারী। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে রাজ্য সরকারের এই দারুণ প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের বার্ষিক 5 লক্ষ টাকা দেওয়া হবে। আগ্রহী বেকার যুবক যুবতীরা সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। WB Govt New Prakalpo 

  এই প্রকল্পের সুবিধা কেবল পাবে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতী। গত বাজেটেও এই প্রকল্পের কথা উঠে আসলে প্রকল্প সম্পর্কে আরও কৌতুহল বেড়ে যায়। এখন কথা হলো এই প্রকল্পের নাম কী?  তাহলে শুনুন -‘ Future Credit Card’ হল এই প্রকল্পের নাম। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য আয় করার সুযোগ করে দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের বার্ষিক 5 লক্ষ টাকা ঋণ দিয়ে নিজের পায়ে দারানোর সুযোগ করে দেওয়া। WB Govt New Prakalpo 2023

এবার সবচেষে বড়ো প্রশ্ন হলো আবেদন করতে কী কী যোগ্যতা থাকতে হবে :

1. এক্ষেত্রে আবেদন করতে সর্ব প্রথম যে যোগ্যতা দরকার তা হলো বয়স। কেবল 18-45 বছর বয়সসীমার মধ্যে হলে আবেদন করতে পারবে। 

2. এক্ষেত্রে নিদিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবেনা। নূন্যতম যোগ্যতা হলেও আবেদন করতে পারবেন। 

3. এক্ষেত্রে প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা  হতে হবে। কমপক্ষে 10 বছর ধরে বসবাস করতে হবে। 

4. প্রার্থী যদি কোনো সরকারি প্রকল্প থেকে আগে কোনো ঋণ (Loan) নিয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন না। 

5. সরকারি ব্যাংক (Govt Bank) থেকেও ঋণ  নিয়ে থাকলে আবেদন করতে পারবেন না। 

কীভাবে আবেদন করবেন : 

এক্ষেত্রে যদিও অফিসিয়ালি কোনো আবেদন পদ্ধতি জানা যায়নি তবে সুত্র মারফত জানা খবর অনুযায়ী এক্ষেত্রে আবেদন করতে হবে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে। 

1. প্রথমে দুয়ারে সরকার এ গিয়ে সংশ্লিষ্ট আধিকারিক খুঁজে বের করে তার সঙ্গে প্রকল্প সম্পর্কে আলোচনা করতে হবে। যদি সেই প্রকল্পের আবেদন গ্রহন চালু থাকে তাহলে তার আবেদন পত্র সংগ্রহ করতে হবে। 

2. এরপর আবেদন সংগ্রহ করে তা সঠিক নিয়ম মাফিক পূরণ করে স্বীকারোক্তি করতে হবে। 

3. আবেদন পত্রের সঙ্গে জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে হবে। 

আবেদন করতে কী কী ডকুমেন্টস জমা করতে হবে :

1. আধার, ভোটার কার্ড ও প্যান কার্ড এর জেরক্স কপি। 

2. বয়সের প্রমাণপত্র 

3. বাসিন্দা প্রমান ( পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে)

4. ব্যাংক একাউন্টের জেরক্স কপি 

তবে প্রকল্পে আবেদন করার পূর্বে অবশ্যই ভালো করে যাচাই করে আবেদন করবেন। এক্ষেত্রে আবেদন পোর্টাল কোনো ভাবে দায়িত্ব নেবে না। 

Telegram Channel Link : Click Here

By Govt Job

Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *