পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের নয়া সুসংবাদ। রেলে পূর্বাঞ্চলে অর্থাৎ পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ভারতীয় রেলে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ( Indian Railway Eastern Region and Southern Region ) বিভাগে গ্রুপ সি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক (Upper Division Clerk) পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের জেলায় জেলায় থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে সকল কর্মপ্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। Indian Railway Upper Division Clerk (UDC) Recruitment
পদের নাম : এক্ষেত্রে আপার ডিভিশন ক্লার্ক (Upper Division Clerk) পদে নিয়োগ করা হবে।
বয়সসীমা : এক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম 18 বছরের মধ্যে।
মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকা। ূ
কীভাবে আবেদন করতে হবে :
এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে প্রথমে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হবে। মনে রাখতে হবে এক্ষেত্রে দুটি আলাদা আলাদা নোটিশ রয়েছে, আগে অফিসিয়াল নোটিশ দুটি ডাউনলোড করতে হবে এরপর আবেদন পত্রটি প্রিন্ট আউট বের করে সঠিক ভাবে পূরণ করতে হবে। তবে আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে :
1. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. পাসপোর্ট সাইজের ছবি
4. আধার বা ভোটার কার্ড
5. অভিজ্ঞতা (যদি থাকে)
6. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)
7. অন্যান্য (যদি থাকে)
আবেদন জমা করার ঠিকানা :
Southern Region : Office of the Comission of Railway Safety , South Eastern Circle , New Koilaghat Building , 14 Strand Road (12th floor) , Kolkata – 700001
Eastern Region : Office of the Comission of Railway Safety , Eastern Circle , New Koilaghat Building , 14 Strand Road (12th floor) , Kolkata – 700001
আবেদন জমা করার শেষ তারিখ : আবেদন পত্র জমা করার শেষ তারিখ 15/05/2023 এর মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। এক্ষেত্রে অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা, আবেদন পত্র, অফিসিয়াল নোটিশ ও আরও যাবতীয় তথ্য নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখে নিবেন –
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 1 / ডাউনলোড 2
Telegram Channel Link : Click Here
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You