পড়ুয়াদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যের পড়ুয়াদের জন্য রয়েছে দারুণ সুসংবাদ। এবার পড়ুয়াদের জন্য নয়া সুসংবাদ শোনালো রাজ্য নবান্ন। মূলত যারা পড়াশোনা করছেন বা চাকরির খোঁজ কিংবা চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রাজ্য সরকার নিয়ে আসলো দারুণ সুখবর।এবার চাকরি প্রার্থীদের বা ছাত্র ছাত্রীদের 10,000 টাকা দিচ্ছে সরকার বিনা মূল্যে। আসুন তাহলে চটপট বিস্তারিত পড়েনি।
এবার প্রথমে আসা যাক প্রকল্পের নাম কী? সংশ্লিষ্ট প্রকল্পের নাম হলো নবান্ন স্কলারশিপ।এই প্রকল্পের মাধ্যমে ছাত্র ছাত্রী বা পড়ুয়াদের সরাসরি অনুদান বা স্কলারশিপ দেওয়া হবে। এই প্রকল্পের নাম উত্তরকন্যা স্কলারশিপ নামেও পরিচিত।
এই স্কলারশিপে টাকার পরিমান বা অনুদানের পরিমান : এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমে ছাত্র ছাত্রীদের এককালীন 10,000 টাকা দেওয়া হবে। আর এর জন্য নূন্যতম যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ।
আবেদন করতে যোগ্যতা কী থাকতে হবে :
1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
2. পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করতে হবে।
3. পশ্চিমবঙ্গ সরকারের অধীনে মাধ্যমিক /উচ্চ মাধ্যমিক /স্নাতক পাশ যোগ্যতা থাকতে হবে।
4. এরপর নয়া শিক্ষা গ্রহণের জন্য নাম নথিভুক্ত করতে হবে।
5. বর্তমান শিক্ষার 50 শতাংশ থেকে বেশি নম্বর নিয়ে পাশ করতে হবে।
6. পারিবারিক বার্ষিক আয় 1 লক্ষ 20 হাজারের মধ্যে হতে হবে।
আবেদন করতে জরুরি ডকুমেন্টস লাগবে :
1. বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে।
2. সর্বশেষ মার্কশিট এর জেরক্স কপি
3. ব্যাংক পাসবুকের জেরক্স কপি
4. নতুন ক্লাসে ভর্তির প্রমাণ পত্র
5. ইনকাম সার্টিফিকেট
6. সেল্ফ ডেক্লারেশন ( যেখানে আবেদনকারী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সিগনেচার থাকতে হবে।
7. প্রধান বা বিধায়ক বা সরকারি উচ্চ পদস্থ ব্যাক্তির সুপারিশ পত্র থাকতে হবে।
কীভাবে আবেদন করবেন :
এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। প্রথমে অফলাইন ফর্ম অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। এরপর ঠিকঠাক ভাবে আবেদন পত্র পূরণ করে সঙ্গে উপরোক্ত সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি একটি খামের ভিতর ভরে জমা করতে হবে।
উত্তরবঙ্গের ঠিকানা : The Hon’ble Chief Minister,
Government of West Bengal,Uttarkanya,P.O. Satellite Township, Fulbari, Jalpaiguri – 734015
দক্ষিণবঙ্গের ঠিকানা : The Hon’ble Chief Minister,Government of West Bengal,Nabanna,325, Sarat Chatterjee Road, Howrah-711102
Telegram Channel Link : Click Here
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You