রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যে ভূমি সংস্করণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, রাজ্যের এই নিয়োগ চুক্তি ভিত্তিক হয়ে থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB Land Department recruitment
কী কী পদে নিয়োগ করা হবে :
1. অফিস অ্যাসিস্টেন্ট ( Office Assistant)
2. সার্ভেয়ার (Surveyor)
মাসিক বেতন : এক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে প্রথম পদের জন্য 13,500 টাকা এবং দ্বিতীয় পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 20,000 টাকা।
নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি : নোটিশ অনুযায়ী যেহেতু কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে তাই এক্ষেত্রে আগে কোনো আবেদন পত্র জমা করতে হবে না। ইন্টারভিউ এর দিন সমস্ত ডকুমেন্টস নিয়ে সঠিক স্থানে সঠিক সময়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ এর দিন জরুরি ডকুমেন্টস সমূহ :
1. বয়সের প্রমাণ
2. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস
3. পাসপোর্ট সাইজের ছবি 2 কপি
4. আধার বা ভোটার কার্ড
5. অভিজ্ঞতা সার্টিফিকেট
ইন্টারভিউ-র তারিখ ও সময় : এক্ষেত্রে ইন্টারভিউ শুরু হবে সকাল 11 থেকে এবং চলবে দুপুর 2 টা পর্যন্ত।
তারিখ : 30/05/2023
স্থান : At the office of the Special LOA, Alipurduar,, LA Section, Room no 410, Dooars kanya.
যোগ্যতা – এক্ষেত্রে বয়স হতে হবে 63 বছরের মধ্যে এবং প্রার্থীকে অবশ্যই সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হতে হবে।
Official Notice : Download
Telegram Channel Link : Click Here
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You