চাকরি প্রার্থীদের জন্য আবারও নতুন নিয়োগের খবর নিয়ে উপস্থিত হয়েছি। এবার খাদ্য দপ্তরে 17 হাজার শূন্যপদে নিয়োগ করছে কর্মী। দেশের যে কোনো প্রান্ত থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। মহিলা ও পুরুষ উভয় এই পদে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে মাধ্যমিক পাশ থেকে উচ্চ যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। যে সকল চাকরি প্রার্থী বিস্তারিত জানতে ইচ্ছুক তারা শেষ পর্যন্ত পড়বেন। Food Department Recruitment
পদের নাম নিচে উল্লেখ করা হল –
1.সহকারী ব্যবস্থাপক
2. ম্যানেজার
3.ক্যামেরা ম্যান
4. জুনিয়র সহকারী
5. স্টেনোগ্রাফার
6.চতুর্থ শ্রেণির স্টাফ
7. গার্ডনার
8.সাব ইন্সপেক্টর
9.কনস্টেবল
10. অন্যান্য
যোগ্যতা : এক্ষেত্রে বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন পদ রয়েছে যা উপরে উল্লেখ করা হ’য়েছে। সাধারণত এক্ষেত্রে নূন্যতম যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে এছাড়াও উচ্চ পদের ক্ষেত্রে যোগ্যতাও উচ্চ থাকতে হবে।
বয়স : আবেদনকারীর বয়স হবে নূন্যতম 18 এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এছাড়াও রিজার্ভ জাতির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন পদ্ধতি : অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। নিচে স্টেপ বাই স্টেপ আলোচনা করা হল
1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে বা আবেদন লিঙ্ক ক্লিক করতে হবে
2. বৈধ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে
3. এরপর লগইন করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে
4. জরুরি তথ্য পূরণ করতে হবে
5. জরুরি নথিপত্র আপলোড করতে হবে
6. আবেদন ফী জমা করতে হবে
7. সবশেষে যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে
8. প্রিন্ট আউট বের করে রাখতে হবে
নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে প্রথমে কম্পিটিটিভ পরীক্ষা নেওয়া হবে তারপর ডকুমেন্টস ভ্যারিফিকেশন ও ইন্টারভিউ নিয়ে নিয়োগ করা হবে।
আবেদনের তারিখ : এক্ষেত্রে সম্ভাব্য আবেদন শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত।
বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন –
Join Telegram Channel : Click Here