মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -Post Office Group C Reqruitment

 ভারতীয় ডাক বিভাগে ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। এবার শুধু মাধ্যমিক পাশে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ডাক বিভাগ। রাজ্য তথা দেশের যে কোনো প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, এক্ষেত্রে নিযুক্ত হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমমান বেতনও দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়, এই নিয়োগের শূন্যপদ গুলি হবে কেন্দ্র সরকারের Group C লেভেলের। সবমিলিয়ে যোগ্য প্রার্থীদের জন্য একটি দারুণ সুসংবাদ। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। Post Office Group C Recruitment 2023 

কীভাবে আবেদন করবেন :

যে যোগ্য ও আগ্রহী প্রার্থী পোস্ট অফিসের সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইন আবেদন পত্র ডাউনলোড করে তা সঠিক নির্দেশ অনুযায়ী পূরণ করে অফলাইন মাধ্যমে তাদের দেওয়া ঠিকানায় জমা করতে হবে। মনে রাখতে হবে অসম্পূর্ণ আবেদন পত্র কিংবা যথাযথ ডকুমেন্টস জমা না করলে আবেদন পত্র বাতিল করা হবে। 

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে :

1. মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণ পত্র 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. পরিচয় পত্র 

4. অভিজ্ঞতা 

5. পাসপোর্ট সাইজের ছবি 

6. পদ সম্পর্কীয় আরও জরুরি ডকুমেন্টস 


পদের নাম ও সংখ্যা : মোট 7 টি পদে দুই ধরনের পদে নিয়োগ করা হবে। জানানো হয়েছে, Group C লেভেলের পদে নিয়োগ করা হবে। 

শিক্ষাগত যোগ্যতা : শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীর কমপক্ষে মাধ্যমিক পাশ করতে হবে। 

এছাড়াও সরকারি চাকরিতে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। 

কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 

বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 

বয়সসীমা : প্রার্থীর বয়স হতে হবে 56 বছরের মধ্যে। 

আবেদন পত্র পাঠানোর ঠিকানা : O/o the Chief Postmaster General Odisha Circle, Bhubaneswar – 751001 

আবেদন জমা করার শেষ তারিখ : 01/05/2023 তারিখের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। 

আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখেনিবেন। নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে।

Official Notice : Download 

Telegram Channel Link : Click Here

Leave a Comment