মাধ্যমিক পাশে স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ -WB Health Recruitment

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। শিক্ষা থেকে স্বাস্থ্য গত দু’বছর যাবত আর্থিক খরা কাটিয়ে ফের  কর্মসংস্থানে (recruitment) জোর দিয়েছে রাজ্য সরকার। এবার রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে  এবং জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে জেলা ভিত্তিক আশা(asha kormi) কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের স্বাস্থ্য ও( health and family welfare) পরিবার কল্যাণ দফতর ও সংশ্লিষ্ট জেলা  মারফৎ আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।  সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে জাতীয় স্বাস্থ্য(NHM) মিশনের আওতায়। এমনকি নিযুক্ত হওয়া কর্মীদের কাজ করতে হবে জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মসূচীর নিয়ম মাফিক। কিভাবে আবেদন করবেন দেখে নিন বিস্তারিত । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর তারিখ – 2490 DH&FWS/ASHA  Dated – 01/02/2023 

আবেদন পদ্ধতি—

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর সংশ্লিষ্ট জেলা সুত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, 

১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে ।

২. এক্ষেত্রে শুধু মাত্র অফলাইনেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা ।

৩. রাজ্য স্বাস্থ্য দফতর তথা সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট থেকে  প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে তার একটি প্রিন্ট কপি করে নিতে হবে । 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে 

a.  নিজের নাম 

b.  জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স

c.  বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা 

d.  শিক্ষাগত যোগ্যতা

e.  প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা উল্লেখ করতে হবে।

একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যে আবেদন করতে পারবেন। অন্যথায় আবেদন পত্র বাতিল বলে ঘোষণা হবে ।

আবেদন ফর্ম পূরণ করার বিষয়ে আবেদনকারীকে যাবতীয় তথ্য সংশ্লিষ্ট জেলার অথবা ব্লকের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের হেলথ (health sub centre) সাব-সেন্টার থেকে সংগ্রহ করতে হবে । 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থী যদি বিবাহিতা/ স্বামী পরিত্যক্তা/ কিংবা বিধবা হন তাহলেও আবেদনের সুযোগ পাবেন । অর্থাৎ অবিবাহিতরা আবেদনের যোগ্য নন ।  

এ ছাড়াও আবেদনকারী প্রার্থীকে সংশ্লিষ্ট হেলথ সাব সেন্টার এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে । 


বয়স সীমা –

আবেদনকারীর বয়স হতে হবে ৩০ বছর থেকে ৪০  বছরের মধ্যে। এ ক্ষেত্রে আবেদকারী প্রার্থী যদি তপশিলি জাতী কিংবা তপশিলি উপজাতী সম্প্রদায় ভুক্ত হন তাহলে ২২ বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তবে সকল ক্ষেত্রে বয়সের পরিমাপ ০১- ০১- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে।   

শিক্ষাগত যোগ্যতা- 

সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। তবে উচ্চ শিক্ষিতরাও আবেদনের যোগ্য । 

আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথিপত্র সঙ্গে রাখতে হবে সেগুলি হল-

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি  

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান 

৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি

নিয়োগ পদ্ধতি- 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। সেখানে থাকবে ৯০ নম্বর।

এছাড়াও বাদবাকি ১০ নম্বর থাকবে ইন্টারভিউয়ের জন্য 

তারপর প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে। 

এবার আসি শূন্যপদের যাবতীয় বিবরণে

পদের নাম – ‘আশা কর্মী’ (ASHA KORMI) 

শূন্য পদের সংখ্যা- ১৭৪ টি 

কাজের ধরণ-

জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের নিয়ম মাফিক স্থানীয় গ্রাম পঞ্চায়েতের হেলথ সাব সেন্টারে কাজ করতে হবে। 

তবে উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের বর্ধমান (BARDHAMAN)  জেলার প্রতিটি ব্লকের অধীনে গ্রাম পঞ্চায়েতের হেলথ সাব সেন্টার গুলিতে। প্রার্থীকে অবশ্যই উল্লেখিত সংশ্লিষ্ট হেলথ সাব সেন্টার এলাকার বাসিন্দা হতে হবে। 

প্রার্থীকে শুধুমাত্র অফলাইনে আবেদন করতে হবে । আবেদন ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে  আবেদনকারীকে www.wbheaalth.gov.in  অথবা www.purbabadhaman.nic.in লিঙ্কে ক্লিক করে আবেদনের যাবতীয় তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী। আবেদনের শেষ তারিখ ১৫ ই ফেব্রুয়ারি ২০২৩ অর্থাৎ 15/02/2023  পর্যন্ত। 

পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরি কিংবা সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের খবর পেতে সর্বদা – সর্বত্র চোখ রাখুন bongodhara.com – এ 

Official Website : Click Here

Telegram Channel Link : Click Here

TAG- WB JOB# GOVT JOB# HEALTH JOB# ASHA KORMI# HEALTH AND FAMILY WELFARE #BARDHAMAN

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য ফের অসাধারণ সুখবর। রাজ্যের Bandhan Bank এ সরাসরি প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। Bandhan Bank কর্তৃক কোনো অফিসিয়াল নোটিশ ছাড়াই অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহন শুরু হয়েছে। অনলাইন বা অফলাইন উভয় মাধ্যমে আবেদন করতে পারবে এবং শূন্যপদ অনুযায়ী নিজের নিকটবর্তী Bandhan Bank অফিসে কিংবা পার্শ্ববর্তী জেলার অফিসে কিংবা বাড়ি থেকে 20 কিমির মধ্যে এই চাকরির কর্মস্থল চিন্তিত করা হয় যাতে করে যাতায়াতের সুবিধা হয়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ যোগ্যতা যে কোনো থাকলে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগ করা হবে। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা শেষ অবধি পড়বেন।

Bandhan Bank এ যে যে পদে নিয়োগ করা হয় : 
১/- কৃষি ব্যবসা
২/-বিশ্লেষণ/BIU/কর্পোরেট কৌশল
৩/-নিরীক্ষা
৪/-ব্যাংকিং অপারেশন এবং গ্রাহক সেবা
৫/-শাখা ব্যাংকিং
৬/- সম্মতি
৭/- কর্পোরেট বেতন
৮/-কর্পোরেট সেবা
৯/-ডিজিটাল ব্যাংকিং
১০/-অর্থ ও হিসাব
১১/-হাউজিং ফাইন্যান্স
১২/- মানব সম্পদ
১৩/-আইটি
১৪/-আইনি/ভিজিল্যান্স
১৫/- মার্কেটিং
১৬/-মাইক্রো ব্যাংকিং
১৭/- অন্যান্য
১৮/- খুচরা সম্পদ
১৯/- ঝুঁকি
২০/- এসএমই এবং এমএসএমই ব্যাঙ্কিং
২১/-ট্রেড ফাইন্যান্স
২২/- কোষাগার
২৩/-পাইকারী ব্যাংকিং

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা  :Bandhan Bank এ বিভিন্ন শূন্যপদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী ভিন্ন হতে পারে তবে মাধ্যমিক থেকে আরও উচ্চ যোগ্যতা থাকলে, যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করতে পারবে। 

সাধারণত ব্যাঙ্ক কর্তৃক কী কী কাজে নিযুক্ত করা হয়? 
বন্ধন ব্যাঙ্কে দুইধরনের কাজ রয়েছে, অফিসের বাইরে ফিল্ডের কাজ  এবং অফিসের ভিতরে । ফিল্ডে গ্রামে গ্রামে মহিলাদের দল থেকে লোনের টাকা সংগ্রহ করতে হবে এবং অফিসের ভিতরে এ ক্ষেত্রে ব্যাঙ্কে বসে ব্যাঙ্ক সম্বন্ধীয় নানা কাজ করতে হবে ।

 কীভাবে আবেদন করবেন  : 
অনলাইনে আবেদন করতে আপনাকে Bandhan Bank এর অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে করতে হবে । এছাড়াও আবেদন করার লিঙ্ক নিচে দেওয়া হবে সেখানে ক্লিক করলেই ডাইরেক্ট আবেদন সাইট খুলে যাবে।

  আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস প্রয়োজন?

 প্রথমে Bio-data /Resume বানাতে হবে এবং সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে । Resume এর মধ্যে আপনার সমস্ত ডিটেইলস পূরণ করতে হবে। আপনার নাম ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতি, অভিজ্ঞতা, কম্পিউটার প্রশিক্ষণ, নিজের বৈধ ইমেইল ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।


যে সমস্ত চাকরি প্রার্থীরা আবেদন করবে তাদের কীভাবে নিয়োগ করা হবে? 

সাধারণত অনলাইন আবেদনের করার কিছুদিনের মধ্যে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে তবে যোগাযোগ করার সময় অবশ্যই যাচাই করে দেখবেন অর্থাৎ ব্যাঙ্ক কর্তৃক নিয়োগের জন্য টাকা চাওয়া হয়না এবং বায়োডাটার ভিত্তিতে আপনার উপযুক্ত পদের জন্য ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিইয়ে পাশ করলে আপনাকে ট্রেনিং দিয়ে ডকুমেন্টস ভেরিফাই করে কাজে নিযুক্ত করবে।

যে সমস্ত চাকরি প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে চান?  অথবা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক, তারা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে দেখেনিবেন।

Official Website : Click Here

Telegram Channel Link : Click Here

Leave a Comment