মাসিক বেতন 24,000! জেলা পরিষদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, 23 জেলা থেকে নিয়োগ -WB Govt Job

 রাজ্যে একই জেলা পরিষদে পর পর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা পরিষদ শাসক দপ্তর। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের সেই জেলার SBM-G বিভাগে এই সমস্ত কর্মী নিয়োগ করা হবে। আরও জানানো হয় যে, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী সংশ্লিষ্ট জেলা পরিষদে বিভিন্ন পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। WB Zilla Parishad Recruitment  


কী কী পদে নিয়োগ করা হবে :

১- সংযুক্ত জেলা কো-অর্ডিনেটর  

২- ডাটা এন্ট্রি অপারেটর 


কীভাবে আবেদন করবেন :

যে সকল চাকরি প্রার্থী SBM-G বিভাগে সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে পারবে অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদন ফর্ম পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইট বা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আবেদন পত্র প্রিন্ট আউট বের করে।  আবেদনের খামের উপর ও ফর্মে অবশ্য Application For the Post…..  পদের নাম উল্লেখ করতে হবে। 


আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন :

১- মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র 

২-শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

৩- পাসপোর্ট সাইজের ছবি 

৪- আধার বা ভোটার কার্ড 

৫- জাতিগত সংশয় পত্র 

৬- অন্যান্য ডকুমেন্টস 


নিচে শূন্য পদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল –

১- সংযুক্ত জেলা কো-অর্ডিনেটর  

শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট পদে আবেদন করতে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সিভিল ইন্জিনিয়ারিং  পাশ করতে হবে। 

বয়সসীমা : প্রার্থীর বয়স হতে হবে 25-35 বছরের মধ্যে। 


নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। যদি প্রার্থী লিখিত পরীক্ষায় সফল হয় তাহলে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে। 


মাসিক বেতন : প্রতিমাসে 24,000 হাজার টাকা দেওয়া হবে। 



২- ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো শাখায় গ্রেজুয়েট পাশ সঙ্গে কমপক্ষে 6 মাসের কম্পিউটার নলেজ থাকতে হবে। এছাড়াও টাইপিং দক্ষতা ভালো হতে হবে। 


নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ সঙ্গে কম্পিউটার টেস্ট নিয়ে নিয়োগ করা হবে। 


বয়সসীমা : প্রার্থীর বয়স হতে হবে 37 বছরের মধ্যে। 


মাসিক বেতন : 11,000 টাকা 


আবেদনের শেষ তারিখ : 10-03-2023 তারিখের মধ্যে জমা করতে হবে। 


আবেদন পাঠানোর ঠিকানা : Jhargram Zilla Parishad


 Official Notice : Download


Telegram Channel Link : Click Here

Leave a Comment