রাজ্যের মূখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বঙ্গ রাজনীতিতে শুধু প্রকল্পের বন্যা। বাংলার ছেলে থেকে বুড়ো, কন্যা থেকে মহিলা কিংবা বয়স্ক ও ব্যবসায়ী থেকে বেকার! রাজ্যের সব ধরনের মানুষের কথা মাথায় রেখে বহু জনমুখী প্রকল্পের সূচনা করেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রী, খাদ্যশ্রী, স্বাস্থ্য সাথী থেকে লক্ষীর ভান্ডারের মতো জনদরদী প্রকল্পের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এখনো পর্যন্ত বাংলার কোটি কোটি মানুষ এই প্রকল্পগুলির সুবিধা পেয়েছেন। WB Govt Employment Bank Scheme
রাজ্যের মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্পের মাধ্যমে বাংলার বেকারদের জন্য নিয়ে আসলো বিরাট সুসংবাদ। রাজ্যের যে সমস্ত বেকারের শিক্ষাগত যোগ্যতা নূন্যতম হওয়ার কারণে চাকরির দিক থেকে বা কর্মহীন হয়ে রয়েছে, তাদের জন্য বেকারত্ব কমাতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত নয়া চমক সৃষ্টি করেছে। রাজ্যের বেকারদের মাসে মাসে 1500 টাকা দেওয়া হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। যদি আপনি রাজ্যের অধীনে বেকার হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুযোগ।
এই প্রকল্পের সুবিধা পাবেন কারা :
সাধারণত পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এমন সকলে এই প্রকল্পে আবেদন করতে পারবে কিন্তু এক্ষেত্রে প্রার্থী যদি শিক্ষিত বেকার হয়ে থাকে অর্থাৎ তাদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মাধ্যমিক পাশ হবে তারা সকলে এই পদে আবেদনও করতে পারবে এবং সুযোগও পাবে।
টাকার পরিমাণ কত :
সরকারি নিয়মাবলি অনুযায়ী প্রতি মাসে 1500 টাকা করে দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া :
1. প্রথমে Employment Bank এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে
2. এরপর Enrolment Job Seeker অপশন ক্লিক করতে হবে।
3. এরপর Accept and Continue করে ফর্ম ফিলাপ করতে হবে।
4. এরপর পূরো ফর্ম ফিলাপ করতে হবে। নিজের সমস্ত ডিটেইলস দিয়ে।
5. তারপর জরুরি ডকুমেন্টস আপলোড করতে হবে
6.বৈধ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস উল্লেখ করা।
7.এর সমস্ত কিছু যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে।
যে সকল আগ্রহী প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে হবে।
অফিসিয়াল নোটিশ : ক্লিক করুন
অনলাইন আবেদন : লিঙ্ক
Telegram Channel Link : Click Here
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You