রাজ্যের বেকারদের 1 লক্ষ টাকা দিচ্ছে সরকার, এক্ষুনি আবেদন করুন -WB Govt Scheme

 পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম উদ্দেশ্য হলো সাধারণ মানুষের ঘরে ঘরে সরকারি সহায়তা বা সরকারি প্রকল্প পৌছে দেওয়া। শুধু তাই নয় রাজ্যের প্রায় সমস্ত নাগরিকের জন্য রয়েছে কল্যান মুলক প্রকল্প। রাজ্যে মহিলা থেকে পুরুষ , এমনি যে কোনো জাতির জন্য প্রচুর জনপ্রিয় প্রকল্প রয়েছে। এই জনপ্রিয় প্রকল্পের মধ্যে যেমন কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রী, লক্ষীর ভান্ডার, কৃষক বন্ধ, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী সহ আরও বহু জন কল্যান মূলক প্রকল্প রয়েছে। WB Govt Scheme 

এবার শুধু তাই নয়, রাজ্যের যে সমস্ত বেকার যুবক যুবতী উপরোক্ত প্রকল্পের সুবিধা পাওয়ার সত্যেও এখনো কর্মহীন বা টাকার অভাবে কোনো কাজ শুরু করতে পারছেনা এবার তাদের কথা মাথায় রেখে ফের সরকার কর্তৃক সহায়তা দানের জন্য নয়া প্রকল্পের শুরু করা হয়েছে । এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত

বেকার যুবক বেকারত্বের জ্বালা নিয়ে জীবন অতিবাহিত করছে তাদের 1 লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। এবার সবথেকে বড়ো প্রশ্ন হলো এই প্রকল্পের সুবিধা কারা পাবে?  আসুন তাহলে বিস্তারিত জেনে নেওয়া যাক। WB Govt Scheme 

1. এই প্রকল্পের সুবিধা পেতে হলে অবশ্যই প্রার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। 

2. প্রার্থীর বয়স হতে হবে 20-40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিত জাতির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সর ছাড় দেওয়া হবে। 

3. প্রার্থীর কিংবা তার পরিবারের মাসিক আয় হতে হবে 25 হাজারের নিচে। 

4.মহিলা ও পুরুষ উভয় এই প্রকল্পে আবেদন করতে পারবে। 

5. এই প্রকল্পের মাধ্যমে 10 লক্ষ টাকা অবধি গাড়ি কিনতে পারবেন। 


 এই প্রকল্পের সুবিধা পেতে কী নথিপত্র লাগবে :

1. বয়সের প্রমাণপত্র 

2. মাসিক আয়ের শংসাপত্র 

3. পরিচয় পত্র 

4. আধার বা ভোটার কার্ড 

5. পাসপোর্ট সাইজের ছবি 

6. আবেদন পত্র গাড়ির পারমিট এর জন্য 

7.ব্যাংকের পাসবই- এর জেরক্স 

8. এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকার প্রমাণ 

কীভাবে আবেদন করবেন : 

আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে হবে। 

তারপর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে তিন পাতার আবেদন পত্র ডাউনলোড করতে হবে। 

www.transport.wb.gov.in এই ওয়েবসাইট ফলো করে সরাসরি আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। 

এই প্রকল্প ( Gatidhara Prakalpo) এ আবেদন করতে আরও কিছু জরুরি আপডেট :

1. প্রথমে আবেদন পত্র সঠিক ভাবে পূরণ করতে হবে। যদি সঠিক ভাবে পূরণ না করা হয় তাহলে আবেদন পত্র বাতিল করা হবে। 

2. এরপর এই আবেদন পত্র নিয়ে নিজের পাশ্ববর্তী RTO অফিসে গিয়ে জমা করতে হবে নিজের গাড়ির পারমিট পেতে। 

প্রকল্পের সম্পর্কে বিস্তারিত : 

এই প্রকল্পের নাম হলো গতিধারা (Gatidhara Prakalpo) । এই প্রকল্পের মাধ্যমে বাংলার যুবক যুবতীদের গাড়ি কেনার টাকা হিসেবে 30 শতাংশ বা 1 লক্ষ টাকা পর্যন্ত। এই প্রকল্পের মাধ্যমে 10 লক্ষ টাকা টাকা পর্যন্ত গাড়ি কিনতে পারবেন। ধরা যাক কোনো গাড়ির দাম 2 লক্ষ টাকা সেখানে সরকার ভর্তুকি দিবে 1 লক্ষ, বাকি 1 লক্ষ ব্যাংক থেকে লোন বা নিজের টাকা খাটিয়ে এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হয়ে উঠতে পারেন। 

প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানতে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিসিট করবেন। 

অফিসিয়াল ওয়েবসাইট : www.wb.gov.in

Telegram Channel Link : Click Here

Leave a Comment