পশ্চিমবঙ্গের জন সাধারণের জন্য বিরাট সুসংবাদ। এবার রাজ্যের সাধারণ মানুষের জন্য ফের নয়া প্রকল্পের খবর নিয়ে উপস্থিত হয়েছি। এক্ষেত্রে প্রত্যেক আবেদনকারীকে প্রতি মাসে দেওয়া হবে 1000 টাকা। সাধারণত রাজ্যের মূখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনগণের কথা মাথায় রেখে একের পর এক নয়া নয়া প্রকল্পের উদ্ভোদন করেন। কন্যাশ্রী, রুপশ্রী, লক্ষীর ভান্ডার, খাদ্যশ্রী ও আরও বহু জনমুখি প্রকল্পের সূচনা করেছেন মূখ্যমন্ত্রী। এবার আবারও দারুণ সুখবর প্রদান করলো রাজ্য সরকার। যারা সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তারা শেষ পর্যন্ত পড়বেন।
ইতিমধ্যে 1 কোটি 94 লক্ষ জন সাধারণ এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। এই সমস্ত উপভোক্তাগন প্রতিমাসে 1000 টাকা পাচ্ছেন। ফের এই প্রকল্পের নয়া করে নাম নথিভুক্তকরন শুরু হয়েছে। যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন।
প্রকল্পের নাম: জন সাধারণের সেই লোক প্রিয় প্রকল্পের নাম হলো লোক প্রসার প্রকল্প।
এই প্রকল্পের সুবিধা পেতে কী কী যোগ্যতা লাগবে :
1.এক্ষেত্রে আবেদন করতে কোনো শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন নেই।
2. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে
3. প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে।
4. প্রার্থীকে লোকশিল্পী উন্নয়নের কাজে দক্ষ হতে হবে বা লোকশিল্প উন্নয়ন মূলক কাজের উৎসাহী হতে হবে।
কী কী সুবিধা পাবেন:
1. এক্ষেত্রে যোগ্য প্রার্থীদের প্রতি মাসে 1000 টাকা দেওয়া হবে।
2. এই প্রকল্পের মাধ্যমে একটি Identity Card দেওয়া হবে।
3. প্রার্থীর বয়স 60 বছরের বেশি হলে পেনশনও দেওয়া হবে।
আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে :
1.আধার কার্ডের জেরক্স
2.ভোটার কার্ডের জেরক্স
3. ব্যাংকের পাসবুক এর জেরক্স
4..পাসপোর্ট সাইজের ফটোকপি
5. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
কীভাবে আবেদন করতে হবে :
এক্ষেত্রে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে হবে অথবা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদন করতে পারবেন। নিচে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –
Online Apply : Click Here
Telegram Channel Link : Click Here
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You