চাকরি প্রার্থীদের জন্য ফের নতুন চাকরির খবর নিয়ে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে বেশ কিছু সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ ও আবেদন পদ্ধতি সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। State Bank Of India Reqruitment 2023
নিয়োগের বিজ্ঞপ্তি : তিন আলাদা আলাদা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নিচে প্রত্যেকটি সম্পর্কে আলোচনা করা হল –
নোটিশ নং ১ –
পদের নাম : ম্যানেজার (রিটেল প্রোডাক্ট)
শূন্যপদ : ১ টি
শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে এমবিএ পাশ সঙ্গে সংশ্লিষ্ট বিভাগে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা : প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছর থেকে ৩৮ বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন : ৬৩,৮৪০ থেকে ৭৮,২৩০ টাকা দেওয়া হবে।
নোটিশ নং -২
পদের নাম : ফকাল্টি
শূন্যপদ : ২ টি
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কমপক্ষে ৫৫% নম্বরে গ্রেজুয়েট পাশ করতে হবে সঙ্গে সংশ্লিষ্ট বিভাগে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : বয়সসীমা হতে হবে ২৮ থেকে ৫৫ বছরের মধ্যে।
মাসিক বেতন : প্রতি বছরে বেতন দেওয়া হবে ২৫-৪০ লক্ষ টাকা।
নোটিশ নং ৩
পদের নাম : সিনিয়র এক্সিকিউটিভ
শূন্যপদ : ১ টি
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো প্রতিষ্ঠান থেকে Statistics /Mathematics /Economic বিষয়ে গ্রেজুয়েট পাশ করতে হবে।
বয়সসীমা : বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।
মাসিক বেতন : প্রতি বছরে বেতন দেওয়া হবে ১৫-২০ লক্ষ টাকা
কীভাবে আবেদন করবেন :
যে সকল চাকরি প্রার্থী যোগ্য তাদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিসিট করতে হবে কিংবা নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদন ফি : সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন ফী হিসেবে জমা করতে হবে ৭০০ টাকা এবং সংরক্ষিতদের জন্য কোনো আবেদন ফী জমা করতে হবে না।
আবেদনের শেষ তারিখ : ১৫/০৩/২০২৩
নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
নিচে অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে –
Notice no. 1 –Download
Notice no. 2 – Download
Notice no. 3-Download
Online Apply : Link1 /Link2 /Link3
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You