11,662 শূন্যপদে PNB ব্যাংকে পিয়ন ও ক্লার্ক নিয়োগ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে -Punjab National Bank Recruitment

 বেকার যুবক যুবতীদের জন্য ফের নতুন করে সুসংবাদ নিয়ে হাজির হওয়া গেল। এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে( Punjab National Bank) হাজার হাজার পদে কর্মী নিয়োগ শুরু হচ্ছে। জানা গিয়েছে, ক্লার্ক ও পিয়ন পদে নিয়োগ করা হবে। নূন্যতম যোগ্যতায় PNB ব্যাংকে চাকরি করার বিরাট সুযোগ। ছেলে ও মেয়ে উভয় প্রার্থী এই নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবে। সবমিলিয়ে বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুযোগ। যে সকল প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চায় তাদের আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়ার জন্য অনুরোধ করা হল। Punjab National Bank Recruitment 2023 

পদের নাম : Punjab National Bank এ সাধারণত ক্লার্ক ও পিয়ন পদে (Clerk And Peon Recruitment) নিয়োগ করা হবে। 


শূন্যপদ : 11,662 পদে নিয়োগ করা হবে 

শিক্ষাগত যোগ্যতা : যে সকল চাকরি প্রার্থী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক তাদের পদ অনুযায়ী যোগ্যতাও ভিন্ন ভিন্ন হতে হবে। যদি পিয়ন পদে আবেদন করতে চায় তাহলে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য এবং যদি ক্লার্ক পদে আবেদন করতে ইচ্ছুক হয় তাহলে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ বা তার সমতুল্য সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। 

বয়সসীমা : বয়স নূন্যতম হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 24 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হতে পারে। 

কীভাবে আবেদন করবেন : 

এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করতে Punjab National Bank এর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে। 

1.প্রথমে https://www.pnbindia.in/ ওয়েবসাইট এ যেতে হবে। 

2. এরপর সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে। 

3. তারপর অনলাইন আবেদন লিঙ্ক ক্লিক করে পুরো ফর্ম ফিলাপ করতে হবে। 

4. ডকুমেন্টস আপলোড চাইলে আপলোড করতে হবে 

5. এরপর আবেদন ফী জমা করতে হবে। 

6. সবচেয়ে ফাইনাল সাবমিট করে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

যে সমস্ত ডকুমেন্টস সাথে রাখতে হবে :

মাধ্যমিক অ্যাডমিট বা বয়সের প্রমাণ পত্র 

শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

জাতিগত সংশয় পত্র 

আধার বা ভোটার কার্ড 

পাসপোর্ট সাইজের ছবি 

অভিজ্ঞতা ( যদি থাকে) 

অন্যান্য (যদি থাকে)

নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে অফিসিয়াল নোটিশে বিস্তারিত দেওয়া হবে। 

★ অফিসিয়াল নোটিশ খুব শীঘ্রই প্রকাশ করা হবে। আমাদের ওয়েবসাইট প্রতিনিয়ত ফলো করবেন চাকরি সম্মন্ধীয় গুরুত্বপূর্ণ আপডেট পেতে –

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড লিঙ্ক 


Telegram Channel Link : Click Here

Leave a Comment