Bank of Baroda : বরোদা ব্যাংকে বিরাট নিয়োগ , কিভাবে আবেদন করবেন ? দেখে নিন বিস্তারিত

বিগত কয়েক বছরের আর্থিক খরা কাটিয়ে চলতি বছরের শুরু থেকে সরকারী চাকরির বাজারের চাহিদা বাড়ছে দিনের পর দিন। তাও যদি হয় ব্যাংকে । তাহলে তো আর কথায় নেই । এবার চাকরি প্রার্থীদের সামনে ব্যাঙ্কে (BANK JOB) চাকরির  সুবর্ণ সুযোগ। সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রাকাশ করা হয়েছে ব্যাঙ্ক অব বরোদা তরফে । এক্ষেত্রে  দেশের   যেকোনো প্রান্তের যোগ্যতা সম্পন্ন এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন ।  তাহলে আসুন চটপট জেনে নিন আবেদন সহ নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় খুঁটিনাটি বিষয় ।

 

প্রথমেই  শূন্য পদ  –
‘ব্যাঙ্ক অব বরোদা’ (BANK OF BARODA) -র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,  

পদের নাম – ফিনান্সিয়াল লিটারেসি সেন্ট্রাল কাউন্সিলার

উল্লেখিত পদের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা বেশ কয়েক টি ।

বয়স সীমা
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে ।
 
যোগ্যতা
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য আবেদনকারী প্রাথিকে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতার পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচার, ভেটেরিনারি সায়েন্স, সোশ্যাল সায়েন্স, সাইকোলজি এবং সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে । এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে ।

মাসিক বেতন
নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ২৩,০০০ টাকা বেতন দেওয়া হবে । এ ছাড়াও রয়েছে অন্যান্য আর্থিক সুবিধা ।  

নিয়োগ পদ্ধতি  –
সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে আবেদন কারীর যোগ্যতার মুল্যয়ন , ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে সফল এবং চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।  

কাজের ধরণ
এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের দেশের একাধিক প্রান্তে ব্যাঙ্ক অব বরোদার যে কোনও শাখায় কাজ করতে হবে ।

আবেদন পদ্ধতি

এ ক্ষেত্রে চাকরি প্রার্থীকে আবেদন করতে হবে অফলাইনে ।
প্রথমে আবেদনকারীকে সংশ্লিষ্ট  ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রের ফরম্যাট ডাউন লোড করে নিতে হবে । এরপর আবেদন পত্রটি যথাযোগ্য ভাবে পূরণ করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট অফিসে ঠিকানায় পাঠাতে হবে । আবেদন পত্র পাঠানোর ঠিকানা – The Regional Head, Bank of Baroda , Regional Office-Bengaluru North, 4th Floor, 41/2, Vijaya Towers, MG Road, Bangalore – 560001.

সম্পূর্ণ এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখ চলতি জুন মাসের ৩০ তারিখ  অর্থাৎ 30/06/2023 পর্যন্ত ।
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.bankofbaroda.in

Join Telegram Channel : Click Here

Leave a Comment