BDO অফিসে সরাসরি সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ -WB Supervisor Job Reqruitment

 চাকরি প্রার্থীদের জন্য একের পর নয়া সুখবর। রাজ্যের খাদ্য বিভাগে BDO অফিসের অধীনে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, BDO অফিসের অধীনে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং সংশ্লিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক ও যোগ্য হলে এই পদে আবেদন করতে পারবে। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচে শেষ অবধি পড়বেন । WB Supervisor Job Reqruitment 2023

পদের নাম : সুপারভাইজার পদে নিয়োগ করা হবে 


নিয়োগ প্রক্রিয়া : বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী সুপারভাইজার পদে চাকরি করতে ইচ্ছুক এবং উপযুক্ত যোগ্যতা রাখে তাদের অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে সেটি A4 প্রিন্ট আউট বের করে সেই ফর্ম সঠিক ভাবে পূরণ করে জমা করতে হবে। 

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন :

১. মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণপত্র 

২. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস 

৩. কাস্ট সার্টিফিকেট 

৪. পাসপোর্ট সাইজের ছবি 

৫. আধার বা ভোটার কার্ড

৬. অন্যান্য

আবেদন জমা করার ঠিকানা : At the block Development Office, Sonamukhi Block, Bankura

আবেদন জমা করার শেষ তারিখ : 08-03-2023 তারিখ বিকেল ৪ টার মধ্যে আবেদন করতে পত্র জমা নেওয়া হবে। 

ইন্টারভিউ-র তারিখ ও সময় : 10-03-2023 তারিখে, রিপোর্টিং সময় হল সকাল 11 টা এবং ইন্টারভিউ চলবে সকাল 12 টা থেকে দুপুর 2 টা অবধি। 

নিয়োগের বিভাগ : বাকুড়া জেলার সোনামুখি ব্লকের মিড-ডে-মিল বিভাগে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করুন 

 Official Notice : Download Here

Telegram Channel Link : Click Here

Leave a Comment