চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যের স্কুল খাদ্য বিভাগে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হবে, কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সংশ্লিষ্ট জেলা শাসক অফিস। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্লক অফিস (BDO Office) লেভেলের সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। আরও জানানো হয়েছে, যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। যে সকল যোগ্য প্রার্থী ব্লক লেভেল সুপারভাইজার পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। WB BDO Office Supervisor Reqruitment
পদের নাম : ব্লক অফিস লেভেল সুপারভাইজার (BDO Office Level Supervisor)
কীভাবে নিয়োগ করবেন : এক্ষেত্রে চাকরি প্রার্থীদর আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইন মাধ্যমে। অফলাইন আবেদন পত্র বা বায়োডাটা বানাতে হবে। বায়োডাটায় উল্লেখ করতে হবে নিজের সমস্ত ব্যাক্তিগত তথ্য ও বৈধ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস সহ শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডিটেইলস পূরণ করতে হবে।
আবেদন পত্র বা বায়োডাটা আগে জমা করতে হবে না। কারন যেহেতু কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে তাই ইন্টারভিউ এর দিন বায়োডাটা সমেত অন্যান্য সমস্ত জরুরি ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ-র দিন প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ :
1. মাধ্যমিক এডমিট কার্ড
2. মাধ্যমিক মার্কশিট
3. আধার কার্ড
4. ভোটার কার্ড
5. পাসপোর্ট সাইজের ছবি
6. পিপিও
7. পদ সম্পর্কীয় জরুরি ডকুমেন্টস
নিয়োগ প্রক্রিয়া : কোনো লিখিত পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
ইন্টারভিউ-র তারিখ ও সময় : 04-03-2023 তারিখে সকাল 11 টা থেকে ইন্টারভিউ শুরু হবে। রিপোর্ট করতে হবে কমপক্ষে 30 মিনিট আগে।
ইন্টারভিউ-র স্থান : Block Development Officer, Raina -I, Development Office, Purba Bardhaman.
যোগ্যতা : সরকারি চাকরি থেকে রিটায়ার্ড করেছে এমন প্রার্থীরা আবেদন করতে পারবে। Extension Officer/ Upper Division Assistant জাতীয় কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –
Official Notice : Download Here
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You