পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের বিরাট সুসংবাদ। পশ্চিমবঙ্গে ফের জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের জেলার কয়েক BDO অফিসে এই কর্মী নিয়োগ করা হবে। জানানো হয়েছে, যেই BDO অফিসে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই BDO অফিসেই চাকরির পোস্টিং দেওয়া হবে। এও জানানো হয়, এক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। যে সকল চাকরি প্রার্থী ইন্টারভিউ এ অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের যদি উপযুক্ত যোগ্যতা থাকে তাহলে শেষ পর্যন্ত পড়বেন আরও বিস্তারিত জানতে। WB Job Recruitment 2023
আবেদন পদ্ধতি : আগ্রহী প্রার্থীদের কোনো প্রকার আবেদন পত্র জমা করতে হবে না, সরাসরি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর দিন নিজের সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ এর দিন কী কী ডকুমেন্টস নিয়ে আসবেন :
১/ মাধ্যমিক এডমিট বা বয়সের প্রমাণ পত্র
২/ শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
৩/ আধার কার্ড
৪/ ভোটার কার্ড
৫/ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট
৬/ পাসপোর্ট সাইজের ছবি
৭/ পিপিও
৮/ পদ সম্পর্কীয় জরুরি ডকুমেন্টস
৯/ অন্যান্য
নিচে শূন্যপদ ও তার সম্পর্কে বিস্তারিত পড়ুন পদের নাম : হিসাবরক্ষক
শূন্যপদ : একাধিক
মাসিক সাম্মানিক : প্রতিমাসে ১১ হাজার টাকা দেওয়া হবে।
যোগ্যতা : সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হলে এই নিয়োগের ইন্টারভিউ এ অংশগ্রহণ করতে পারবে। তার সঙ্গে কমপক্ষে ৫ বছরের হিসাবরক্ষক কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা : বয়স হতে হবে ৬৩ বছরের নিচে।
ইন্টারভিউ-র তারিখ : ২৭-০২-২০২৩ তারিখ
ইন্টারভিউ সময় ও স্থান : সময় সকাল ১০.৩০ মিনিট থেকে শুরু হবে।
স্থান :New Conference Hall,Administrative Building, Collector ate, Paschim Medinipur
কোন কোন ব্লকে নিয়োগ করা হবে : Garhbeta II, Daspur II ও Salboni.
Official Notice : Download
Telegram Channel Link : Click Here
চাকরি প্রার্থীদের জন্য একের পর এক সুসংবাদ। রাজ্যের জেলায় চুক্তির ভিত্তিতে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। যে সকল প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB Group C Recruitment 2023
কীভাবে আবেদন করতে হবে : বিজ্ঞপ্তি অনুযায়ী অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন পত্র বা বায়োডাটা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে ডাউনলোড করতে পারবে।
শূন্যপদের নাম : গ্রুপ সি -Group C
যোগ্যতা:
1) আবেদনকারীরা যেকোন সরকারি পরিষেবা থেকে এলডিসি বা ইউডিসি (গ্রুপ- সি) হিসাবে অবসর নিয়েছেন। 2) কম্পিউটার জ্ঞান বাধ্যতামূলক,
সময়সূচী:
1) বায়ো- ডেটা সহ আবেদন জমা দেওয়ার সময়কাল: 15.02.2023 থেকে 09.03.2023 পর্যন্ত (শেষ তারিখ) (সকাল 11-00 AM থেকে 04-00 PM পর্যন্ত)
2) বায়ো- ডেটা সহ আবেদন জমা দেওয়ার সময়: সকাল 11-00 AM থেকে 04-00 PM পর্যন্ত (কাজের দিনগুলিতে)
3) BIO- DATA- এর বিন্যাস http:// www.uttardinaipur.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে 4) সমস্ত নথি (জেরক্স কপি) সহ আবেদনপত্র এবং বায়ো- ডেটা জমা দেওয়ার স্থান: প্রতিষ্ঠা বিভাগ। কক্ষ নং 11, জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের কার্যালয়, উত্তর দিনাজপুর
পরীক্ষার মানদণ্ড
মোট মার্কস: 30
1) ওয়াক- ইন- ইন্টারভিউ- মার্ক 10 (সাধারণ জ্ঞান এবং অফিসিয়াল পদ্ধতির উপর)
2) কম্পিউটার দক্ষতা পরীক্ষা- মার্কস। 20 (মার্কের কাটা-12) 3) কম্পিউটার দক্ষতা পরীক্ষার সময় – 30 মিনিট
4) সাক্ষাত্কারের সময়, আবেদনকারীকে সমস্ত নথিপত্র আসল এবং এক সেট জেরক্সের কপি সঙ্গে আনতে হবে ফটো আইডি কার্ড সহ
5) আবেদনকারীরা যারা কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তারা ইন্টারভিউ বোর্ডে অংশগ্রহণের জন্য যোগ্য হবেন
Official Notice : Download
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You