যে ডিপার্টমেন্ট স্টোরগুলিতে খাবারের জিনিস বা নিত্য ব্যবহার্য জিনিসপত্র পাওয়া যায় সেই দোকানের জিনিস বিক্রি হয় প্রচুর। দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিসগুলির মধ্যে অন্যতম হল দুধ। সকাল থেকে উঠে রাত পর্যন্ত মানুষ বিভিন্ন সময় এই দুধ পান করে। সকাল বেলায় উঠে দুধ চা আবার রাত্রিবেলায় শোয়ার সময় অনেকেই দুধ পান করে, ঘুম ভালো হওয়ার জন্য। আবার অন্যদিকে ঘি, মাখন আমরা খেয়ে থাকি। ভারতের বাজারে দুগ্ধ জাতীয় সামগ্রী সরবরাহ করে আমূল বেশ ভালো খ্যাতি অর্জন করেছে। এই আমুলের ফ্রাঞ্চাইজি খুলে ভালো টাকা মাসে আয় করা যেতে পারে। এই বিষয়েই বিস্তারিতভাবে আজকে এই প্রতিবেদনেই আলোচনা করা হবে। Business Idea with Amul Franchise
দুগ্ধজাত পণ্য বিক্রির জন্য আমুল ফ্রাঞ্চাইজি খোলার অনুমতি দিয়ে থাকে। যেকোনো দোকানে আমুলের পণ্য বিক্রির অনুমতি দেয় এই আমুল কোম্পানি। আর সব থেকে ভালো ব্যবস্থা হল ফ্র্যাঞ্চাইজির মালিকের কাছে লাভের অংশ জমা দিতে বলে না আমুল কর্তৃপক্ষ। আবার আমুল কমিশনের পণ্য সরবরাহ করে। এর ফলে যে মালিক যত বেশি পণ্য বিক্রি করবে তিনি তত কমিশন পাবেন। দুধ এবং দুধ জাতীয় পদার্থের বাজারে চাহিদা অনেকটাই রয়েছে। তাই এই প্রোডাক্টগুলি বাজারে বেশ ভালোই বিক্রি হয়। আর এগুলি বিক্রি করে প্রতি মাসে মোটা টাকা আর্নিং করতে পারবেন।Business Idea with Amul Franchise
কিভাবে আমুলের ফ্রাইঞ্চাইজি নিতে হয়?
আমুলের সঙ্গে ব্যবসা করার জন্য দুইটি ধরনের ফ্রাঞ্চাইজি খোলা যেতে পারে। একটি হল আমূল রেলওয়ে পার্লার এবং আমুল রিয়স্ক। অপরদিকে আনেক ধরনের ফ্রাঞ্চাইজির অধীনে আছে আমুলের আইসক্রিম, স্কুপিং পার্লার প্রভৃতি। এই দুটি ফ্রাঞ্চাইজির ক্ষেত্রে নিয়মও ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। আমুলের আউটলেট করতে চাইলে সেই দোকানটির জায়গা হতে হবে দেড়শ বর্গফুটের। অপরদিকে আমুলের আইসক্রিম পার্লারের জন্য সর্বনিম্ন জায়গার প্রয়োজন ৩০০ বর্গফুট। এই বিষয়ে আরো তথ্য আমুলের অফিশিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যেতে পারে https://amul.com/m/amul-franchise-business-opportunity#1
আমুলের আউটলেট রেলপার্লার এবং কিয়স্কের খরচ
আমুল আউটলেট, আমূল রেলওয়ে পার্লার এবং আমুল কিয়স্কের ফ্রাঞ্চাইজি নিতে হলে মালিক কে ২ লক্ষ টাকা খরচ করতে হবে। ব্র্যান্ড নিরাপত্তার জন্য ২৫ হাজার টাকা, ফ্রাঞ্চাইজি সাজানোর জন্য প্রয়োজন ১ লক্ষ টাকার। আর বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য ৭০ হাজার টাকা লাগবে।
আমুল আইসক্রিম স্কুপিং পার্লারের খরচ
আমুলের এই ধরনের পার্লার খুলতে প্রায় ৬ লক্ষ টাকার প্রয়োজন আছে। ৫০ হাজার টাকা সিকিউরিটি ডিপোজিট, সাজানোর খরচ ৪ লক্ষ টাকা এবং মেশিনারির জন্য দেড় লক্ষ টাকা দিতে হয়।Business Idea with Amul Franchise
উপার্জনের পরিমাণ
আমুলের আউটলেট টি যদি দোকানের প্রধান স্থানে খোলা হয় তখন তাহলে সেখানে অনেক বিক্রি হয় তাই সেই আউটলেটের মালিক মাসে দুই থেকে তিন লক্ষ টাকা আয় করতে পারবেন। আবার কোম্পানি থেকে প্রাপ্ত কমিশন এর মাধ্যমেও একজন ব্যক্তি মোটা টাকা আয় করতে সামর্থ্য হবে। Written by Nupur Chattopadhyay
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You