বর্তমান সময়ে প্রতিটি মানুষই চাকরির পাশাপাশি ব্যবসার দিকে ঝুঁকছেন। তাই আজকের আর্টিকেলের মাধ্যমে বিশেষ কিছু স্কিম নিয়ে আলোচনা করব যে স্কিম গুলির দ্বারা কৃষকরা আর্থিকভাবে অনুদান পেতে পারবে। এই আর্থিক সাহায্য পেয়ে বিভিন্ন কৃষকরা বিভিন্ন ধরনের চাষাবাদ করে স্বাবলম্বী হতে পারবে। Business Idea with scheme

Business idea

সুসংসহ উদ্যানপালন উন্নয়ন মিশন কৃষি কাজের জন্য বিভিন্ন ধরনের স্কিমের সুবিধা দিয়ে থাকে। কৃষকরা এবং এফপিসি, এফপিও আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন এই স্কিমের সুবিধার মাধ্যমে।

আমাদের নিত্য দিনের জীবনে মশলার প্রয়োজন অবশ্যম্ভাবী। বিভিন্ন ধরনের রান্নার জন্য মশলার প্রয়োজন হয়। আর এই মশলা চাষ করলেও চাষীটি বিশেষ ধরনের সুবিধা পাবে। এই প্রকল্প তৈরীর খরচের ৪০ শতাংশ অর্থাৎ প্রতি হেক্টর জমির জন্য সর্বাধিক ১২ হাজার টাকার অনুদান পাবে কৃষকরা। Business Idea with Scheme

আমাদের নিত্য দিনের জীবনে পেঁয়াজের গুরুত্ব অপরিসীম। এই পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করেও মানুষের ভালো টাকা আয় হতে পারে। ২৫ মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করে রাখার জন্য যদি একটি প্রকল্পের ব্যবস্থা করা হয় তাহলে আর্থিক সহায়তাও পাবে কৃষকরা। এই প্রকল্পটির পরিকাঠামো করতে যে টাকা খরচ হবে সেই টাকার অর্ধেক আর্থিক সাহায্য পাওয়া যেতে পারে। সর্বোচ্চ রাশি ৮৭৫০০ টাকা প্রতি ইউনিটের জন্য কৃষকদের প্রদান করা হবে।

প্রতিদিনের ব্যস্ততার জীবনে ফলের রস বা কাটা ফল খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। আর এই ফলের প্যাকিং হাউস তৈরী করে প্রকল্প খরচের ৫০ শতাংশ অনুদান পাওয়া যাবে। এই প্যাকিং হাউস টি হতে হবে ৯ মিটার × ৬ মিটার আয়তনের। প্রতি প্যাকিং হাউস পিছু ২ লক্ষ টাকা অনুদান পাওয়া যাবে।

*গ্রিন হাউজ ঘর যদি কোনো ব্যক্তি তৈরি করতে চান তাহলে প্রকল্পের জন্য যে টাকা খরচ হয় তার ৫০ শতাংশ টাকা সরকারি অনুদানের মাধ্যমে পাওয়া যায়। সর্বোচ্চ রাশি ৫৩০ টাকা প্রতি বর্গমিটার হিসাবে পাওয়া যায়‌।

জমি চাষের জন্য হ্যাণ্ড ট্রাক্টর কিনতে চাইলে আট হর্স পাওয়ার অথবা তার থেকে বেশি ক্ষমতা সম্পন্ন পাওয়ার টিলার নিতে গেলে ৪০ শতাংশ অনুদান পাওয়া যায়। ৭৫০০০ টাকা প্রতি ইউনিট হিসাবে আর্থিক সাহায্য পাওয়া যায়। Written by Nupur Chattopadhyay

WhatsApp Channel  Join Now
Telegram Channel  Join Now

By Govt Job

Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *