সুখবর! কেন্দ্র সরকার দিচ্ছে 10 লক্ষ টাকা, এই প্রকল্পে নাম লেখান -Central Government Popular Scheme

রাজ্য সরকারের মতো কেন্দ্র সরকারও নতুন নতুন প্রকল্পের সূচনা করে চলেছেন। রাজ্য সরকার মহিলাদের উপর ভিত্তি করে নানা প্রকল্পের সূচনা করেছেন ঠিক একইভাবে অন্যদিকে কেন্দ্র সরকারও স্লোগান তুলেছেন ‘বেটি বাঁচাও বেটি পড়াও’।  তিনি তার স্লোগানকে বাস্তবায়িত করতে নতুন প্রকল্পের সূচনা করেছেন। যেখানে তিনি ঘোষণা করেছেন প্রত্যেক পরিবারের মহিলাদের দেওয়া হবে 10 লক্ষ টাকা. তবে এক্ষেত্রে কিভাবে টাকা পাওয়া যাবে? কি যোগ্যতায় বা লাগবে? নিচে বিস্তারিত পড়ে তারপরেই বুঝতে পারবেন। Central Government Popular Scheme

 

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মতো কেন্দ্র সরকারের এই প্রকল্পের গুরুত্ব অনেক বেশি। কেননা এই প্রকল্পের মাধ্যমে পেয়ে যেতে পারেন এককালীন 10 লক্ষ টাকা।  শুধু বাড়িতে থাকতে হবে কন্যা সন্তান। কেন্দ্র সরকারের এই প্রকল্পের অধীনে এখনো উপকৃত হয়েছেন লক্ষ লক্ষ পরিবার। তাহলে আপনার দেরি কিসের? এখনই এই প্রকল্পের নাম নথিভুক্ত করুন এবং পেয়ে যান 10 লক্ষ টাকা। আসুন তাহলে আজকের প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা যাক। নিচে শেষ পর্যন্ত পড়বেন যাতে স্পষ্ট ধারণা পেতে পারেন। Central Government Popular Scheme

 

প্রকল্পের নাম :কেন্দ্র সরকারের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ স্লোগান অনুযায়ী এই প্রকল্পের সূচনা করা হয় এবং এই প্রকল্পের নামকরণ করা হয় ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’।

 

এই প্রকল্পের কিছু নতুন আপডেট:

 কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে পরিবারে কন্যা সন্তান থাকলে 10 লক্ষ টাকা দেওয়া হয় তবে এই প্রকল্পের নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে

1.এক্ষেত্রে আগে কয়েকটি ব্যাংকে সুকন্যা সমৃদ্ধির যোজনার আবেদন এবং টাকা জমা করা যেত কিন্তু এখন থেকে যে কোন রাষ্ট্রায়াত্ত ব্যাংকে এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন 

2.এছাড়া এই প্রকল্পের জমা করা টাকার সুদ দেওয়া হতো 7.6 শতাংশ কিন্ত এবার থেকে তা বেড়ে করা হয়েছে 8 শতাংশে।

 

এই প্রকল্পে আবেদন করার কিছু শর্ত –

1.এই প্রকল্পে আবেদন করতে হলে পরিবারের কন্যা সন্তান থাকতে হবে এবং তার বয়স থাকতে হবে 10 বছরের নিচে।

2.একই পরিবারের দুই কন্যা সন্তানের জন্য এই প্রকল্পে আবেদন করা যাবে। তবে এক্ষেত্রে প্রথম কন্যার পরিবর্তে জমজ কন্যা থাকলে, তিন কন্যার জন্য আবেদন করতে পারবেন।

মাসে মাসে দিচ্ছে 2000 টাকা, নারায়ণ ভান্ডার প্রকল্পে আবেদন করুন – Government Narayan Bhandar Scheme

জমা করা টাকার পরিমান ও রিটার্ন :

 এক্ষেত্রে এই প্রকল্পে জমা করার টাকার পরিমান শুরু হয় 250 থেকে 12500 হাজার পর্যন্ত। বিনিয়োগকারী তার সন্তানের জন্য 15 বছর বয়স পর্যন্ত প্রিমিয়াম জমা করবেন এবং 21 বছর বয়স হলে সব টাকা সে সুদে আসলে তুলতে পারবেন। এছাড়াও কন্যা সন্তানের বয়স 18 বছর হলে পড়াশোনার খরচের জন্য কিছু টাকা তুলতে পারবেন।

 

এক্ষেত্রে বিভিন্ন প্রিমিয়ামের জন্য বিভিন্ন রিটার্ন রয়েছে। মাসে 1 হাজার জমা করলে সেক্ষেত্রে টাকা পাবেন প্রায় 6 লক্ষ এবং মাসে 2 হাজার টাকা জমা করলে এককালীন 10 লক্ষ টাকা পাবেন। এছাড়াও 12 হাজার 500 টাকা জমা করলে এককালীন 63 লক্ষ টাকা পাবেন।

 

আবেদন পদ্ধতি :এক্ষেত্রে আগ্রহীরা আবেদন করতে পারবেন তাদের নিকটবর্তী ব্যাংকে গিয়ে। জরুরি ডকুমেন্টস দিয়ে ব্যাংকে সুকন্যা যোজনার একাউন্ট খুলতে হবে এবং প্রিমিয়াম ভরে এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন।

Telegram Channel : Join Now

Whatsapp Channel : Join Now

 

Leave a Comment