আধার কার্ড থাকলেই পাবেন 10 লক্ষ টাকা, মোদির দারুণ উপহার -Central Government Scheme

আপনি ঠিকই শুনছেন শুধুমাত্র আধার কার্ড (Aadhaar Card) দিয়ে আপনি পেয়ে যাবেন 10 লাখ টাকা। ভারত সরকার( Central Government Scheme ) দেশের সাধারণ যুবক যুবতীদের স্বনির্ভর করার জন্য বারবার নিয়ে আসছে বিভিন্ন প্রকল্প (Scheme)। তেমনি একটি প্রকল্প আজ আপনাদের সঙ্গে আলোচনা করব।Central Government Scheme 

Central Government Scheme

কেন্দ্রীয় সরকারের স্কিম (Central Government Scheme) 

এই প্রকল্পটির মাধ্যমে আপনি পেয়ে যাবেন 10 লাখ অবধি টাকা। আপপনি যদি এই সুবিধা নিতে আগ্রহী হন তাহলে আপনার জন্য সঠিক ঠিকানা হলো কেন্দ্র সরকারের এই PMEGP। আরো একটি বিশেষ বিষয় হল যে, এই টাকা পরিশোধের ক্ষেত্রে সরকার আপনার 35 শতাংশ পর্যন্ত ভর্তুকি দেবে। অনেকেই নিজের ব্যবসা শুরু করার জন্য বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন। সেখানে সুদের হারও অনেক বেশি ও কোন রকমের ভর্তুকিও থাকে না। তেমনি লোন নেওয়ার ক্ষেত্রেও অনেক ঝামেলা দেখা দেয়। সে ক্ষেত্রে আপনি কেন্দ্রীয় সরকারের PMEGP এর মাধ্যমে এই সুবিধা নিতে পারেন। আসুন তাহলে আজকে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। Central Government Scheme 

কারা PMEGP এর সুবিধার জন্য আবেদন করতে পারবেন?

এক্ষেত্রে আবেদনের জন্য কেন্দ্র সরকার দ্বারা কিছু নিয়ম অনুসরণ করতে হবে, তারপরেই আপনি এখানে আবেদন করতে পারবেন। যেমন

1. ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

2. আবেদনের জন্য আবেদনকারীর নূন্যতম বয়স 18 থাকতে হবে।

3. এছাড়াও নিজের একটি ব্যবসা শুরু করতে হবে। তবে যে সমস্ত ব্যক্তি 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে চায়, তাদের ন্যূনতম শিক্ষা যোগ্যতা অষ্টম পাস থাকা জরুরী।

উপরিউক্ত যোগ্যতা পূরনের পর আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন।

 

এই লোনের সুবিধা কি ?

দেশের অনেকেই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী নিজের ব্যবসা শুরু করার জন্য বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে থাকে। সেখানে সুদের হার ও অনেক বেশি থাকে এবং কোন ভর্তুকিও সেখান থেকে পাওয়া যায় না। কিন্তু আপনি যদি পিএমইজিপি(PMEGP) লোন নিয়ে থাকেন তাহলে আপনি 2 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। এখানে কেন্দ্র সরকার আপনার ঋণের 35 শতাংশ ভর্তুকি দিয়ে থাকবেন । শহরে অঞ্চলের মানুষদের জন্য 25 শতাংশ ভর্তুকি পাওয়া যাবে।Central Government Scheme

রাজ্য সরকারের বেতন 16,500 টাকা! শুধু আবেদন করতে দেরি -WB Municipality Job Recruitment

 

সুদের হার কত ?

পিএমইজিপি(PMEGP) লোনের ক্ষেত্রে আপনাকে সুদের হার 11 শতাংশ থেকে 12 শতাংশ হারে শোধ করতে হবে। লোন পরিশোধের ক্ষেত্রে তিন থেকে সাত বছর সময় পাবেন।

 

প্রয়োজনীয় ডকুমেন্টস ( Documents Requirement) 

PMEGP লোনে আবেদনের জন্য আবেদনকারীর যেসব নথিপত্রের প্রয়োজন সেগুলি হল –

1. আধার কার্ড

2.প্যান কার্ড

3. প্রজেক্ট রিপোর্ট

4. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

5.ব্যাংক পাসবুক

6.রুরাল এরিয়ার সার্টিফিকেট

7.কাস্ট সার্টিফিকেট

 

আবেদনের প্রক্রিয়া ( Application Process ) 

PMEGP লোন এর আবেদনের জন্য আপনাকে যে ধাপ গুলি অনুসরণ করতে হবে তা হল –

1. সর্বপ্রথম এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে । ওয়েবসাইট টি হল www.kviconline.gov.in

2. এরপর Prime Minister Employment Generation Programme ক্লিক করুন।

3. Application From For individual এখানে প্রবেশ করুন।

4. তারপর আবেদন পত্রটি সঠিক তথ্য দিয়ে পূরণ করুন প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করে ফরমটি সাবমিট করে দিন।

আরও পড়ুন : ক্লিক করুন

Leave a Comment