PMSYM Yojana 2024: আজকে যেই প্রকল্পটি নিয়ে আলোচনা করব এই প্রকল্পটি হল কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প (Scheme)। কেন্দ্রে মোদি সরকার ক্ষমতায় আসার পর একটির পর একটি নতুন প্রকল্প চালু করে চলেছেন। তার মধ্যে একটি অন্যতম প্রকল্প হল এই প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PMSYM)।এই প্রকল্পের মাধ্যমে দেশের অনেক শ্রমিক বিভিন্ন সুবিধা পেয়ে থাকবে। প্রকল্পটির মাধ্যমে শ্রমিকদের মাসে মাসে একাউন্টে 3000 টাকা করে কেন্দ্র সরকার দেবে। কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে, আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় আবেদন করতে হবে প্রভৃতি জানার জন্য প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।Central Government Scheme
প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PMSYM) কি?
দেশের সমস্ত অসংগঠনিক শ্রমিকদের সুবিধার জন্য কেন্দ্র সরকার এই প্রকল্পটি শুরু করেছেন। প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা (PMSYM)। এই প্রকল্পের মাধ্যমে অসংগঠনিক শ্রমিকরা ৬০ বছর পূর্ণ হওয়ার পর মাসে 3000 টাকা পর্যন্ত পেনশন পাবেন। প্রকল্পটিতে কিছু পরিমাণ টাকা আপনাকে মাসিক জমা করতে হবে। আর সরকারও সেই পরিমাণ টাকা আপনার খাতায় দেবে। ৬০ বছর বয়স পূর্ণ হলে তারপর মাসে মাসে পেনশন রূপে আপনি সেই টাকা গুলি পাবেন।Central Government Scheme
কারা কারা আবেদন করতে পারবেন ?
1)এই প্রকল্পে আবেদনের জন্য আপনাকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
2)আবেদনকারী শুধুমাত্র অসংগঠনিক শ্রেণীর শ্রমিক হলে আবেদন করতে পারবেন ।
3)এছাড়াও আবেদনকারীর বয়স সীমা 18 বছর থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে।
4) আবেদনকারীর মাসিক আয় 15 হাজার এর মধ্যে থাকতে হবে ।
5)আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিংক থাকতে হবে ।
6)এছাড়াও সরকারি কর্মচারী, কর্মচারী ভবিষ্যৎ তহবিল, ন্যাশনাল পেনশন স্কিম, এমপ্লয়ীজ স্টেট ইন্সুরেন্স কর্পোরেশন এর সদস্যরা এই প্রকল্পে আবেদন করতে পারবে না।
আবেদনের পদ্ধতি
এই প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীকে সর্বপ্রথম এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। প্রতিবেদনের শেষে অফিশিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। এর জন্য আপনাকে আপনার নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে (CSC)গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আপনার যাবতীয় তথ্য বা ডকুমেন্ট প্রদান করতে হবে । যেমন নাম, ঠিকানা, আধার কার্ড, ভোটার কার্ড, পরিচয় পত্র, ব্যাংকের পাসবুক, পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার ইত্যাদি। রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে পরবর্তীতে আপনাকে একটি কার্ড প্রদান করা হবে। এছাড়া আরো বিশদ জানার জন্য1800 267 6888 এই হেল্পলাইনে কল করে যাবতীয় তথ্য জানতে পারেন। এছাড়াও labour.gov.in/pmsym এই ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন।
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You