মহিলাদের খরচ করতে ৫০ হাজার দিবে কেন্দ্র সরকার, কারা ও কীভাবে সুযোগ পাবেন?

সামনেই আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫ তম জন্মদিন। আর এই জন্মদিনে তিনি জনসাধারণকে এক বড় উপহার দিতে চলেছেন। একসূত্র মারফত খবর জানা গিয়েছে যে মহিলাদের উদ্দেশ্যে কেন্দ্র সরকার ঘোষণা করেছে যে তাদের পঞ্চাশ হাজার টাকার ভাউচার দেওয়া হবে বিনামূল্যে। এই পঞ্চাশ হাজার টাকার ভাউচারটি মহিলারা ব্যবহার করতে পারবেন দুই বছরের মধ্যে। দু’বছর পর এই ভাউচারের মেয়াদ সমাপ্ত হয়ে যাবে। স্কিমটি সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা হল। Central Government Scheme

central government scheme

স্কিমের নাম ও উপভোক্তা কীভাবে সুবিধা পাবেন? 

এই স্কিমের নাম হল সুভদ্রা যোজনা। কেবলমাত্র মহিলারাই এই সুভদ্রা যোজনার আওতায় আসতে পারবেন। এই সুভদ্রা যোজনার আওতায় কোনো পুরুষরা আসতে পারবেন না। এই সুবিধা উপভোগ করতে পারবেন কেবলমাত্র মহিলারা। এই যোজনার মাধ্যমে মহিলাদের ৫০ হাজার টাকার ভাউচার দেওয়া হবে। তবে এই প্রকল্পটি সমগ্র ভারতবাসীরা পাবেন না। কেবলমাত্র উড়িষ্যার অধিবাসীরাই এই প্রকল্পের আওতায় আসতে পারবেন।Central Government Scheme

স্কিমের বাস্তবায় ও সরকারের খরচ

ভারতীয় জনতা পার্টি যখন প্রথমবার উড়িষ্যার সরকার গঠন করে তখন তাদের ইশতেহারে মহিলাদের জন্য এই সুভদ্রা যোজনার ঘোষণা করে। আর এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার উড়িষ্যা রাজ্যকে সাহায্য করতে চলেছে। এই প্রকল্পের জন্য মোট খরচ হবে ৮০ হাজার কোটি টাকা। এই প্রকল্পের সূচনা অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝির নেতৃত্বে প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পটি অনুমোদন পায়। বিজেপি সরকার অফিস গ্রহণের ১০০ দিনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছিল। Central Government Scheme 

SSC-র মাধ্যমে মাধ্যমিক পাশে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করে ফেলুন

মহিলাদের এই স্কিমে সুবিধা পেতে যোগ্যতা সমূহ 

এই প্রকল্প প্রসঙ্গে একজন সরকারি অফিসার জানিয়েছেন “আমরা বিবেচনা করছি যে এটি ১৮ বছর বা তার বেশি বয়সী সমস্ত মহিলা বা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে নাকি প্রতিটি পরিবারের একজন মহিলার জন্য।” এ পাশাপাশি তিনি আরো জানিয়েছেন যে “আমাদের আর‌ও সিদ্ধান্ত নিতে হবে যে রাজ্যের বাইরে বসবাসকারী মহিলাদের নাম বিবেচনা করা হবে কি না! কর্মজীবী নারী ও তাদের আয় অন্তর্ভুক্ত হবে কি না তাও বিবেচনা করা হবে।” তবে এই যোজনার পঞ্চাশ হাজার টাকা কিভাবে জমা করা হবে? এই টাকাটা কি একবারে গ্রাহকদের দেওয়া হবে নাকি কিস্তির মাধ্যমে হবে? কত টাকা কিস্তি গ্রাহকদের দেওয়া হবে এই সমস্ত বিষয়গুলি নিয়ে কাজ চলছে।

Written by Nupur Chattopadhyay

WhatsApp Channel  Join Now
Telegram Channel  Join Now

By Govt Job

Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *