২০২৪-২৫ সালের কেন্দ্রীয় বাজেটে কর ত্রাণ এবং অন্যান্য ভর্তুকির আশায় বসে রয়েছে বহু সেক্টর থেকে বিভাগগুলি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এইবারের বাজেটে মহিলাদের ক্ষমতায়নের জন্য কিছু বড় ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। এছাড়া কিছু নীতিমালার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে এই বাজেটের মাধ্যমে। যেমন কোনো কিছুর ভর্তুকি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ পণ্যের দাম কমতে পারে প্রভৃতি। Central Government Scheme
ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তীকালীন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন যে মুদ্রা প্রকল্পের অধীনে মহিলা উদ্যোক্তাদের ৩০ কোটি টাকার ঋণ দেওয়া হবে বলে। এই ঋণ দেওয়ার পাশাপাশি ৮৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী এবং এক কোটি মহিলাকে লাখপতি দিদি বানানো হবে। Central Government Scheme
মহিলাদের জন্য কর ছাড় দেওয়া হতে পারে-
বিশেষজ্ঞ মহল মনে করছেন যে ২০২৪ সালের পূর্ণ সময়ে বাজেটে মহিলাদের জন্য বিশেষ সুবিধা দিতে পারে কেন্দ্র সরকার। মহিলাদের উন্নতির কথা ভেবে ভর্তুকি এবং গুরুত্বপূর্ণ কিছু পণ্যের দাম কমাতে পারে। রান্নার গ্যাস এবং স্বাস্থ্যপরিসেবাতে বিশেষ কিছু ভর্তুকি ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার। এমনকি মহিলাদের জন্য বিশেষ কিছু কর ছাড়ও দিতে পারে বর্তমান সরকার পক্ষ। কিন্তু মহিলাদের জন্য এই ছাড় নির্ভর করবে তার বিবাহ, কর্মসংস্থানের অবস্থা কিংবা পিতামাতার দায়িত্বের মতো বিষয়গুলির উপর।
নিম্নোক্ত বিষয়গুলিতে কর ছাড় দিতে পারে কেন্দ্র সরকার
বিবাহের স্থিতি- বিবাহিত দম্পতিদের জন্য ট্যাক্স ক্রেডিটগুলিতে কিছু ছাড়ের সুবিধা দিতে পারে কেন্দ্র সরকার।
কর্মসংস্থানের অবস্থা- যে সকল মহিলারা কর্মজীবী রয়েছেন তাদের ব্যয় অবসর গ্রহণের অবদান বা শিক্ষা ব্যয় সম্পর্কিত কর কর্তনের জন্য যোগ্য হওয়ার সম্ভাবনা রয়েছে।
পিতা মাতার দায়িত্ব- যে মহিলাদের সন্তান আছে তারা ট্যাক্স ক্রেডিট করের সুবিধা পেতে পারে। যেমন ধরুন চাইল্ড কেয়ার ভর্তুকি বা শিক্ষা সঞ্চয় পরিকল্পনার জন্য বিভিন্ন ছাড়ের যোগ্য হতে পারে।
করের ক্ষেত্রে অর্থমন্ত্রী কি সুবিধা দিতে পারে?
আর এস এম ইন্ডিয়ান প্রতিষ্ঠাতা ডঃ সুরেশ সুরানার মত কেন্দ্র সরকার বিশেষত মহিলাদের জন্য রিয়াদযোগ্য ট্যাক্স স্ল্যাব হার পুনরায় চালু করতে পারে। নারীদের অর্থনৈতিক ক্ষমতা আয়নের জন্যই এই উদ্যোগের উদ্দেশ্য হতে পারে। Central Government Scheme
অভিভাবকদের জন্য কর কমানো– সুরেনা জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ছাড়াও ভারতের বাইরে বিভিন্ন দেশে পিতা মাতাদের জন্য বিশেষভাবে ট্যাক্সের ছাড় দেওয়া হয়। আর এই ট্যাক্সের ছাড়ের ফলে একক মাইরের জন্য বিশেষভাবে উপকার হয়। আর এই ধরনের ক্রেডিটগুলি সন্তান লালন পালনের খরচ কমাতেও সাহায্য করে।
চিকিৎসা ব্যয়- সুরেনার মতে চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন বিশেষত মহিলাদের জন্যই প্রাসঙ্গিক হতে পারে, যে সকল মহিলারা উচ্চস্বাস্থ্যের যত্নের জন্য খরচ বহন করে। মহিলাদের দ্বারা নেওয়া পলিশির উপর মেডিক্লেম বীমার জন্য বর্ধিত করে ছাড় দেওয়া হতে পারে।
ব্যবসায় ছাড়- যে মহিলাদের নিজস্ব ব্যবসা আছে তাদের ব্যবসায়িক ব্যয় এর উপর করের ছাড় দিতে পারে কেন্দ্র সরকার। Written by Nupur Chattopadhyay
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You