বর্তমানে ভারত তথা রাজ্য সরকার মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য একের পর এক নতুন নতুন প্রকল্পের উদ্ভাবন করেছেন। এই প্রকল্পগুলির সুবিধা নিয়ে লক্ষ লক্ষ মহিলা নিজের পায়ে দাঁড়িয়েছেন। যার ফলে ভারত বর্ষে মহিলারাও পুরুষদের সমকক্ষে পায়ে পা মিলিয়ে চলছে। অন্যদিকে বর্তমান আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই কারণে মহিলাদের সার্বিক উন্নয়নের স্বার্থে রাজ্য সরকার একের পর এক নতুন নতুন প্রকল্পের উদ্ভাবন করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মী ভান্ডার, রূপশ্রী প্রকল্প। ঠিক এই রকম বর্তমানে ৪ টি সরকারি প্রকল্প চলছে যে প্রকল্প গুলির সুবিধা আপনি না পেয়ে থাকলে অতিসত্বর আমাদের প্রতিবেদন বিস্তারিত দেখুন। আমাদের প্রতিবেদনে উক্ত ৪টি সরকারি প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। Government Scheme
১. মহিলা সম্মান সঞ্চয়:
মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পটি হলো একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। যা ভারত সরকার মহিলাদের জন্য চালু করেছেন। এই প্রকল্পটি ২০২৩ সালে ভারত সরকার চালু করে। এই প্রকল্পের মূল লক্ষ ভারতীয় মহিলাদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা। এই বিনিয়োগ শুধুমাত্র দু বছরের জন্য বৈধ। অর্থাৎ দু বছরে মহিলারা যে পরিমাণ অর্থ সঞ্চিত করবেন তার 7.5 শতাংশ হারে বার্ষিক সুদ দেওয়া হবে। এই স্কিমের অধীনে একজন মহিলা সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। Central Government Scheme
আবেদন যোগ্যতা:
•এই ইস্কিমে যেকোনো ভারতীয় মহিলা নাগরিক আবেদন করতে পারে।
•নাবালক মেয়ের ক্ষেত্রে তার অভিভাবক বা পিতা মাতা এই স্কিমের অংশগ্রহণ করতে পারে।
২. সুকন্যা সমৃদ্ধি যোজনা:
ভারত সরকারের তরফে মহিলাদের জন্য দ্বিতীয় প্রকল্পটি হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে 8.2% বার্ষিক সুদের হার উপলব্ধ। শুধু তাই নয়, আপনি আয়করের ধারা 80C এর অধীনেও এর উপর কর ছাড়ও পেতে পারেন। Central Government Sukanya Samridhi Yojna
আবেদন যোগ্যতা:
•এখানে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
•দশ বছরের কম বয়সী শিশুদের সুকন্যা সমৃদ্ধি যোজনায় অন্তর্ভুক্ত করতে পারবেন। যে সমস্ত কন্যা সন্তানের পিতা-মাতা নেই সে ক্ষেত্রে তাদের আয়িনী অভিভাবক এ প্রকল্পের আবেদন করতে পারবে।
•এই প্রকল্পের মাধ্যমে সর্বনিম্ন ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।
•এই বিনিয়োগ মেয়াদ সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত রয়েছে, এই ১৪ বছরের যদি শিশুর বয়স ২১ বছর না হয় সেক্ষেত্রে ২১ বছর হওয়ার পর তার সম্পূর্ণ টাকা পাবেন।
৩.মাঝি লড়কি বহেন যোজনা:
ইংরেজি আগস্ট মাস থেকে মহারাষ্ট্র সরকার মহিলাদের জন্য মাঝি লারকি বাহেন যোজনা চালু করেছে। এই প্রকল্প এর মেয়াদ বর্তমানে নভেম্বর ২০২৪পর্যন্ত বাড়ানো হয়েছে। তাই এখনো যারা আবেদন করেন নি তারা নভেম্বর মাসের মধ্যে আবেদন করে নিতে পারেন।
আবেদন যোগ্যতা:
•এখানে আবেদনকারী কে অবশ্যই মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হতে হবে।
•এই প্রকল্পে আবেদনকারী মহিলার বয়স হতে হবে ২১ বছর থেকে ৬৫ বছর।
•আবেদন কালীর অবশ্যই একটি ব্যাংক একাউন্ট থাকতে হবে।
•আবেদনকারীর বার্ষিক আয় 2 লক্ষ 2.5 লক্ষ টাকার বেশি হলে আবেদনে করতে পারবেন না।
•এই প্রকল্পে আবেদনের জন্য মহারাষ্ট্র সরকার একটি অনলাইন অ্যাপ চালু করেছে, সেই অ্যাপ ডাউনলোডের মাধ্যমে আপনারা সহজেই আবেদন করে নিতে পারবেন।
৪.সুভদ্রা যোজনা:
উড়িষ্যা রাজ্য সরকার মহিলাদের জন্য সুবোধ রাজ্য যোজনা প্রকল্পের উদ্ভাবন করেছেন। ইতিমধ্যে এই প্রকল্পের প্রস্তাব বিধানসভায় পাস হয়ে গেছে। খুব শীঘ্রই এর আবেদন পর্ব শুরু হবে।
প্রত্যেক সুবিধাভোগী মহিলাকে এই প্রকল্পের অধীনে দুটি সমান কিস্তিতে বার্ষিক 10,000 টাকা দেওয়া হবে। পাঁচ বছর পর প্রত্যেক সুবিধাভোগী মহিলাকে 50 হাজার টাকা দেওয়া হবে। আবেদনকারী সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে এই টাকা পাবেন।
আবেদন যোগ্যতা:
•এখানে আবেদনকারী মহিলার বয়স হতে হবে ২১ বছর থেকে ৬০ বছর।
•আবেদনকারীকে অবশ্যই উড়িষ্যার স্থানীয় বাসিন্দা হতে হবে।
•ধনী পরিবারের মহিলারা সকালে কর্মচারী গণ এই প্রকল্পের সুবিধা পাবেন না।
•অন্য কোন সরকারি প্রকল্পের মাধ্যমে যে সকল পরিবার আঠারো হাজার বা তার বেশি সরকারি সুবিধা পান সেই সকল মহিলারা এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন না।
WhatsApp Channel | Join Now |
Telegram Channel | Join Now |
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You