মাসিক ৩০০০ টাকা পেনশন ঢুকবে একাউন্টে, কীভাবে পাবেন এই সুবিধা? রইল বিস্তারিত – Central Government Scheme

ভারত সরকারের নতুন এই প্রকল্পে আবেদনকারী পাবেন মাসিক ৩,০০০ টাকা পেনশন। এই জনপ্রিয় প্রকল্পের নামটি হল প্রধানমন্ত্রী মানধন যোজনা। ইতিমধ্যে এই প্রকল্প ব্যাপক সারা ফেলেছে। তাই আপনি যদি প্রধানমন্ত্রী মানধন প্রকল্পে আবেদনে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে বিস্তারিত দেখুন। Central Government Scheme

Central government scheme

ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ। তাই দেশের বেশিরভাগ মানুষ সরাসরি কৃষি কাজের ওপর নির্ভরশীল। তবে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ধিরে ধিরে কৃষকদের করুন অবস্থা। তাদের আয় কমে গেছে। এছাড়াও একদিকে যেমন কৃষি পন্যের সঠিক দাম না পাওয়া, অন্যদিকে কৃষিজ সার ও রাসায়নিক দ্রব্য নিয়ন্ত্রণ হীন মূল্য বৃদ্ধি। তাই বর্তমানে কৃষিকাজ ছেড়ে দিয়ে অনেকে অন্যান্য পেশা হিসেবে বেছে নিচ্ছেন। এছাড়াও বর্তমানে যৌথ পরিবার প্রথা না থাকায় জমি ভাই দের মধ্যে বিভাজিত হয়ে কমে গেছে। এই সকল কথা চিন্তা করে বর্তমানে ভারত সরকার কৃষকদের উৎসাহিত করতে এই নব প্রকল্পের সূচনা করেছেন।

আবেদনকারীর যোগ্যতা:-
• পারিবারের মাসিক আয় ১৫,০০০ টাকার মধ্যে থাকতে হবে।

• আবেদনকারীর নূন্যতম বয়স বয়স ১৮ এবং সর্বচ্চ বয়স‌ ৪০ বছরের মধ্যে হতে হবে।

• আবেদন কারী করদাতা হলে আবেদন করা যাবে না।

• EPFO, NPS, ESIC প্রভৃতি তে আবেদন কারির নাম নথিভুক্ত থাকলে হবে না।

• আগ্রহী আবেদন কারীদের ২ হেক্টর পর্যন্ত জমি থাকতে হবে।

• আবেদনকারীর একটি নিজস্ব মোবাইল ফোন এবং সেটির সাথে আধারকার্ড এবং ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট যোগ থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:-
এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে আবশ্যিক নথিপত্র গুলি হলো-
১.আবেদন কারির আধার কার্ড ।
২.পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড।
৩.একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক
৪.স্থানিয় ঠিকানার প্রমাণ।
৫. আবেদন কারির নিজস্ব মোবাইল নম্বর, যাতে sms এবং কলের মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যাবে।
৬.সাম্প্রতিক তোলা‌ রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

আবেদন পদ্ধতি:-
অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতে আবেদন করা যাবে। অনলাইন আবেদন অফিসিয়াল ওয়েবসাইট https://maandhan.in/ এই সাইটে গিয়ে রেজিস্ট্রেশন মধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া অফলাইনে মাধ্যমে করতে চাইলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটিকে ডাউনলোড করে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট এবং নোটিফিকেশনটি দেখুন।

মানধন প্রকল্পে কি সুবিধা রয়েছে:-
এই প্রকল্পটি‌ মূলত ভারতীয় কৃষকদের জন্য করা হয়েছে। যার মাধ্যমে প্রিমিয়াম হিসেবে আবেদনকারী কে প্রতিমাসে ৫৫ থেকে ২০০ এর মধ্য অংকের টাকা জমা করতে হবে। এক্ষেত্রে আবেদনকারীর বয়স ২০ থেকে ৪২ বছর। এর পর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর আবেদনকারী পাবেন মাসিক ৩,০০০ টাকা পেনশন। এই‌ পেনশন টাকার পরিমাণ নির্ধারিত হবে আবেদন কারীদের জমানো মোট‌ টাকায় উপর।

Leave a Comment