সামনে লোকসভা ভোট আর এই ভোটকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের এমন এক প্রকল্পের খোঁজ নিয়ে এসেছি, যার মাধ্যমে আপনার ঘরে কন্যা সন্তান থাকলে এককালীন পেয়ে যেতে পারেন 63 লক্ষ টাকা। সাধারনত রাজ্য সরকার ও কেন সরকার উভয়ে দেশবাসীর জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে এসেই চলেছেন। তবে এবার এমন এক প্রকল্প নিয়ে আসলো যার মাধ্যমে আপনার ঘরে কন্যার সন্তান থাকলে তার বিয়ে বা উচ্চ শিক্ষার জন্য আর কোন চিন্তা থাকবে না। আসুন তাহলে এই প্রকল্প সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। Central Govt Scheme
সামনে ভোটকে কেন্দ্র করে এদিকে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার উভয়ে প্রকল্পের সুবিধা আরো বৃদ্ধি করেছে। একদিকে রাজ্য সরকার লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পরিমাণ বৃদ্ধি করেছে অন্যদিকে কেন্দ্র সরকার উজ্জ্বলা যোজনার ভর্তুকের পরিমাণ ও বৃদ্ধি করেছে। দুই সরকারের নতুন উদ্যোগে উপকৃত হয়েছে দেশবাসী। তবে অনেকের মাথায় একটাই চিন্তা থাকে ঘরে কন্যা সন্তান হলে তার উচ্চশিক্ষা ও বিয়ের সময় মোটা টাকা কিভাবে সঞ্চয় করা যায়। এবার আপনার জন্য এমন এক প্রকল্প নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি এককালীন 63 লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। Central Govt Scheme
কেন্দ্র সরকারের এই প্রকল্পের নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে দেশের যেকোন প্রান্ত থেকে অভিভাবকরা তাদের কন্যা সন্তানের জন্য এই প্রকল্পের নাম নথিভুক্ত করাতে পারেন। কেন্দ্র সরকার 2015 সালের পর বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির কথা বলেন আর তার পরিপ্রেক্ষিতে এই প্রকল্পের সূচনা করা হয়। Central Govt Scheme
এ প্রকল্পের নাম নথিভুক্ত করতে আপনাকে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিংবা পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়াও আপনি এই সুবিধা পেতে HDFC ব্যাঙ্কে গিয়ে একাউন্ট খুলতে পারেন। এর আগে অভিভাবকদের সঠিক স্থানে টাকা সঞ্চয়ের অনেক সমস্যা হতো কিন্তু এবার সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনি টাকা সঞ্চয় করতে পারবেন। Central Govt Scheme
কিভাবে এবং কারা এই প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন
1. সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের নাম-নথিমুক্ত করতে গেলে কন্যা সন্তানের বয়স থাকতে হবে দশ বছরে নিচে।
2. কন্যা সন্তানের বয়স এক বছরের বেশি হলে সরাসরি স্টেট ব্যাংকে গিয়ে এই একাউন্ট খুলতে পারেন
3. একটি পরিবারের কেবল প্রথম দুটি কন্যা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন
4. এই প্রকল্পের মাধ্যমে মাসিক 250 থেকে 12500 টাকা পর্যন্ত প্রিমিয়াম দিতে পারবেন। কন্যা সন্তানের 15 বছর বয়স পর্যন্ত প্রেমিয়াম দিতে হবে। এরপর 21 বছর বয়স হলে সম্পূর্ণ অর্থ তুলতে পারবেন।
5. এই প্রকল্পের মাধ্যমে সর্বাধিক প্রিমিয়াম দিলে সবশেষে 63 লাখ পর্যন্ত টাকা পেতে পারেন
6. এছাড়াও বেশ কিছু নিয়মবিধি রয়েছে যার জন্য আপনি বিস্তারিত জানতে গুগল থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনা লিখে সার্চ করবেন।
এবার প্রশ্ন হল এই প্রকল্পে আবেদন করতে আপনাকে কি করতে হবে?
এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে সর্বপ্রথম কিছু জরুরী ডকুমেন্টস যার সাথে রাখতে হবে এবং তা নিয়ে নিকটবর্তী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়াও আপনি পোস্ট অফিসের শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন।
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You