পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের বেকার যুবক যুবতীদের ফের একবার DM অফিসে চাকরি করার বিরাট সুযোগ আপনার হাতে। রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। মহিলা ও পুরুষ উভয় এই পদে আবেদনের যোগ্য। যে সকল চাকরি প্রার্থী DM অফিসের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল। WB DM Office Recruitment 

 

কী কী পদে নিয়োগ করা হবে :
1. প্যারা মেডিক্যাল স্টাফ
2. চাইল্ড ওয়েলফেয়ার অফিসার
3. কাউন্সিলর
4. অফিসার ইন চার্জ

বয়সসীমা : এক্ষেত্রে উপরোক্ত সব পদের ক্ষেত্রে বয়স আলাদা আলাদা। কিন্তু সর্বনিন্ম বয়স 18 ও সর্বোচ্চ বয়স হবে 42 বছর তাহলে আবেদন করতে পারবেন।

যোগ্যতা : বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতাও ভিন্ন ভিন্ন। সাধারণত উচ্চ মাধ্যমিক পাশ / স্নাতক / ডিপ্লোমা /ডিগ্রি / সাইকোলজি /সোস্যাল সায়েন্স /চাইল্ড ডেভেলপমেন্ট প্রভৃতি বিষয়ে যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি : নিচে অফলাইন আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক দেওয়া হবে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন জমা করার শেষ তারিখ : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করবে তাদের 16/08/2023 তারিখের মধ্যে জমা করতে হবে।

আবেদন জমা করার ঠিকানা : District Child Protection Unit
Basement Southern part, Room No-1
OIIice of the District Magistrate
New Administrative Building
Berhampore, Murshidabad
West Bengal. Pin- 742101

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন

Official Website : Click Here 

Official Notice : Click Here 

 

Join Telegram Channel : Click Here

By Govt Job

Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *