পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। রাজ্যের জেলা শাসক (DM) অফিসে ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে সমস্ত বেকার যুবক যুবতী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। WB DM Office Recruitment
কীভাবে আবেদন করতে হবে : এক্ষেত্রে অফলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। আবেদন পত্রের সঙ্গে জরুরি ডকুমেন্টস গুলির জেরক্স কপি জমা করতে হবে।
কী কী পদে নিয়োগ করা হবে ও তার সম্পর্কে বিস্তারিত –
1. অফিসিয়াল ইন চার্জ
2. মাদার হাউস
শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে দুই ধরনের পদের জন্য যোগ্যতা ভিন্ন ভিন্ন। মাদার হাউস পদের জন্য মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন এবং অন্য পদের জন্য এলএলবি, মাস্টার্স ডিগ্রী পাশ করতে হবে।
মাসিক বেতন : মাদার হাউস পদের জন্য 14,564 টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং অন্য পদের জন্য 33,100 টাকা।
বয়সসীমা : এক্ষেত্রে মাদার হাউস পদের জন্য 21-40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং অন্যপদের জন্য 27-42 বছরের মধ্যে বয়স হতে হবে।
আবেদন জমা করার ঠিকানা : The Social Welfare Section, Officer of the District Magistrate, Nadia, Krishnagar, Pin – 741101
আবেদনের শেষ তারিখ : 07-08-2023 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –
OFFICIAL NOTICE : DOWNLOAD
OFFICIAL WEBSITE : CLICK HERE
Join Telegram Channel : Click Here