এখন মহারাষ্ট্রে চলছে, বর্ষাকালীন অধিবেশন। এই বর্ষাকালীন বাজেট অধিবেশনের জন্য সম্প্রতি বিধানসভায় বাজেট পেশ করল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এবারের বাজেটে মহিলাদের জন্য রয়েছে এক বিশেষ সুব্যবস্থা। মহিলাদের গৃহকর্মের জন্য এবার এলপিজি সরবরাহ বাড়ানোর কথা ভাবছে সরকার। Free Gas Cylinder Scheme
রান্নাঘরে পরিষ্কার জ্বালানির জন্য প্রয়োজন এলপিজি গ্যাস সরবরাহ বৃদ্ধি করা। আর এর জন্য উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার প্রতিটি যোগ্য পরিবারকে বিনামূল্যে তিনটি গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা ঘোষণা করেছে এই বাজেট পেশ করতে গিয়ে। ‘আমার প্রিয় বোন’ বলে একটি স্কিমের কথা ঘোষণা করা হয়েছে। ২১ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই স্কিমের আওতায় আসতে পারবেন। এই স্কিমের আওতায় থাকা মহিলারা প্রতিমাসে পনেরশো টাকা করে পাবেন সরকারের তরফ থেকে। তবে বলে রাখি কেবলমাত্র মহারাষ্ট্রের মহিলারাই এই সুবিধা উপভোগ করতে পারবেন। মহারাষ্ট্র ছাড়া বাকি এলাকার মহিলারা এই যোজনার আওতায় আসতে পারবেন না। Free Gas Cylinder Scheme
পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের জন্য সরকার এনেছে আরেকটি যোজনা, এই যোজনার নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা। ২৫ লক্ষ মহিলাকে কোটিপতি বানানোর জন্য এই প্রকল্পের ঘোষনা করা হয়েছে। বৃত্তিমূলক শিক্ষায় মেয়েদের আগ্রহ বাড়ানোর জন্য স্বনির্ভর কৃষক এই নীতির আওতায় কাজ করছে। Free Gas Cylinder Scheme
বাজেট পেশ করতে গিয়ে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার যা বলেছেন তা হল, তৃতীয়বারের জন্য কেন্দ্র সরকার গঠনের পরে ৭৬ হাজার কোটি টাকার বন্দর অনুমোদন পেয়েছে। এই রাজ্যে মহিলাদের জন্য ১০ হাজার রিক্সা দেওয়া হবে সরকারের তরফ থেকে। কেনা হবে নতুন মেডিকেল যান। মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা বাস্তবের রূপ পাবে। প্রতিটি পরিবারকে প্রতি বছরই তিনটি সিলিন্ডার একদম বিনামূল্যে দেবে সরকার।
Written by Nupur Chattopadhyay
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You