মমতা সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক অভিনব প্রকল্পের সূচনা করেছেন। তিনি রাজ্যের সকল প্রকৃতির মানুষের জন্য জনমুখী প্রকল্পের সূচনা করেছেন। বাংলা ছোট বাচ্চা থেকে প্রাপ্ত বয়স্ক কিংবা বয়স্ক সকল প্রকৃতির মানুষের জন্য নতুন নতুন প্রকল্পের সূচনা করছেন মাননীয়া। রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের সকল মহিলা ও পুরুষ সকলের জন্য বিকল্প প্রকল্পের সূচনা করেছেন। তাই তো এখনো পর্যন্ত বহু রাজ্যবাসী নানা প্রকল্পের মাধ্যমে আর্থিক কিংবা সামাজিক কিংবা স্বাস্থ্যের দিক থেকে উন্নতি লাভ করেছে। West Bengal Government New Scheme
আজকে রাজ্যবাসীর জন্য এমন এক অভিনব প্রকল্পের কথা বলতে যাচ্ছি যেখানে লক্ষীর ভান্ডারের মতো জনপ্রিয় ও জনমুখী প্রকল্প পিছনে পরে যায়। এই প্রকল্পের মাধ্যমে সাধারণত রাজ্যবাসীকে 2000 টাকা করে দেওয়া হবে। লক্ষীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলা প্রার্থীরা 25-60 বছর বয়সের মধ্যে মাসিক 500 ও 100 হাজার (SC ও ST) পেয়ে থাকে। এবার লক্ষীর ভান্ডার প্রকল্পকে পিছনে ফেলে যে নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে তাতে দেওয়া হবে 2000 টাকা। চলুন তাহলে আজকে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। Government Narayan Bhandar Scheme
প্রকল্পের নাম কি : রাজ্য সরকারের এই প্রকল্পের নাম হলো নারায়ণ ভান্ডার প্রকল্প। যা লক্ষীর ভান্ডার প্রকল্পের বিকল্প হিসেবে সূচনা করা হয়েছে রাজ্যবাসীর জন্য। Narayan Bhandar Scheme
টাকার পরিমান : নারায়ণ ভান্ডার প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হবে 2000 টাকা। লক্ষীর ভান্ডার প্রকল্পের মতো সরাসরি ব্যাংক একাউন্টে দেওয়া হবে।
কারা আবেদনের যোগ্য : সরকারের সব ধরনের প্রকল্পের মতো এই প্রকল্পেও আবেদন করতে হলে অবশ্যই পশ্চিমবঙ্গের তথা দেশের বাসিন্দা হতে হবে।
কীভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে : যে সকল রাজ্যবাসী তথা দেশবাসী এই প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তাদের কীভাবে আবেদন করতে হবে তা এখনো স্পষ্ট করা হয়নি। তবে সুত্র মারফত জানা গিয়েছে, নতুন বছরের উপহার হিসেবে এই প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হতে পারবে।
এই প্রকল্পের উদ্দেশ্য : এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, রাজ্য সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের বিকল্প হিসেবে নারায়ণ ভান্ডার প্রকল্প। রাজ্য সরকার যেখানে মাসিক 500-1000 টাকা মাসিক দিয়ে থাকে সেখানে কেন্দ্র সরকারের তরফে এই প্রকল্পের মাধ্যমে 2000 টাকা দেওয়া হবে। সামনে ভোট আর এই লক্ষ্যেই নতুন প্রকল্পের সূচনা হতে চলেছে বলে অনুমান অভিজ্ঞ মহলের।
Telegram Channel : Join Now
WhatsApp Group : Join Now
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You