কন্যা সন্তান থাকলে পাবেন 25 হাজার টাকা, আবেদন করলেই সুযোগ -Government New Scheme

আপনার ঘরে কন্যার সন্তান থাকলে পাবেন 25 হাজার টাকা। হ্যাঁ!  কথাটি সত্যি। শুনতে অবাক লাগলেও। আজকে এমন এক প্রকল্পের কথা নিয়ে এসেছি, শুধু আবেদন করলেই পেয়ে যাবেন 25 হাজার টাকা। আজকের দিনে রাজ্য থেকে কেন্দ্র সরকার পর্যন্ত নারীদের উন্নয়ন নিয়ে নানা রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করেই চলেছে, তার মধ্যে আজকে যে প্রকল্পের কথা বলতে যাচ্ছি এটা অন্যতম। তবে এক্ষেত্রে অবশ্যই ঘরে থাকতে হবে কন্যা সন্তান। চলুন তাহলে আজকের প্রতিবেদনে সংশ্লিষ্ট প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। Government New Scheme

 

বর্তমান সময়ে মেয়েদের থেকে ছেলেদের প্রাধান্য অধিক দেখা যায় , কাজের ক্ষেত্রেও তাদের কম গুরুত্ব দেওয়া হয়, এমনকি সরকারের নির্ধারিত বয়সের আগেই মেয়েদের বিবাহ দেওয়া হয়, তাই এটাই বলাই বাহাল্য যে, এটা একটা সামাজিক ব্যাধি। এমন পরিস্থিতিতে মহিলাদের গুরুত্ব বাড়াতে এবং সমাজে তাদের সময় স্থান বা সম মর্যাদা দানের জন্য সরকার কর্তৃক একের পর এক অভিনব প্রকল্পের সূচনা করে চলেছে। এবার যে প্রকল্পের কথা নিয়ে এসেছি এখানে ঘরে কন্যা সন্তান থাকলেই পেয়ে যাবেন 25 হাজার টাকা। Government new scheme

 

প্রকল্পের নাম:  আজকে যে প্রকল্পের কথা বলতে যাচ্ছি সেই প্রকল্পের নাম হলো সুমঙ্গলা প্রকল্প।

 

প্রকল্পের উদ্দেশ্য  : সুমঙ্গলা প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে 25 হাজার টাকা। তবে এক্ষেত্রে শর্ত হল, ঘরে থাকতে হবে কন্যা সন্তান বা কন্যা সন্তান জন্ম নিলে এই টাকা পেয়ে যাবেন। সম্প্রতি এই রাজ্যে এই প্রকল্পের নতুন সূচনা করা হয়েছে।

 

কত এবং কিভাবে টাকা পাওয়া যাবে : সুমঙ্গলা প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানের পরিবারকে মোট 25 হাজার টাকা দেওয়া হবে। তবে এই টাকা একসঙ্গে দেওয়া হবে না, এক্ষেত্রে দেওয়া হবে কয়েক কিস্তির মাধ্যমে। কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে এবং বিবাহের আগে পর্যন্ত এই প্রকল্প চলতে থাকবে। এই প্রকল্পের মাধ্যমে হিসাবে বয়সের সঙ্গে সঙ্গে টাকা দেওয়া হবে।

 

কত বছর বয়সে কত টাকা দেওয়া হবে :

1. এক্ষেত্রে কন্যা সন্তানের বয়স এক বছর হলে সরকার কর্তৃক তাকে দেওয়া হবে 2000 টাকা

2. কন্যা সন্তান প্রথম শ্রেণীতে পড়াশোনা শুরু করলে দেওয়া হবে 3000 টাকা

3. এরপর ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করলে দেওয়া হবে 3000 টাকা

4. এরপর নবম শ্রেণীতে দেওয়া হবে 5000 টাকা

5. দ্বাদশ শ্রেণীতে দেওয়া হবে 7000 টাকা

6. এরপর সর্বশেষে ১৮ বছর পূর্ণ হলে দেয়া হবে 5000 টাকা

7. এভাবে সর্বমোট 25 হাজার টাকা দেওয়া হবে

 

এই প্রকল্পের সুবিধা কারা এবং কিভাবে পাবেন :

1.এই প্রকল্পের সুবিধায় পেতে গেলে আপনাকে বা আপনার পরিবারের সেই কন্যা সন্তানকে উত্তরপ্রদেশের বাসিন্দা হতে হবে

2.পরিবারের কেবল দুই কন্যাই এই প্রকল্পের আওতায় আসতে পারবে

3.এই প্রকল্পের সুবিধা পাবেন কেবল সেই পরিবার এই যার বার্ষিক আই 3 লক্ষের কম

WB Mid-Day-Meal Recruitment :রাজ্যে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ

যদি আপনি এই যোগ্যতা গুলি পূরণ করেন তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবেন নিচে দেওয়া ওয়েবসাইটে গিয়ে www.sky.up.gov.in

Telegram Channel : Click Here

Leave a Comment