বছরের শুরুতেই তেমনি আরো একটি নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই প্রকল্পটি খুব শীঘ্রই চালু হতে চলেছে। এর দ্বারা রাজ্যের বহু সংখ্যক মহিলাদের প্রতি মাসে 5000 টাকা করে দেওয়া হবে। এই প্রকল্পের নাম জাগো প্রকল্প। প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রার্থীদের আর্থিক সুবিধার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তোলা যাবে বলে মনে করছে মমতা সরকার। প্রকল্পের আবেদনের করবেন কিভাবে, কে কে আবেদন করতে পারবে, কোথায় আবেদন করতে হবে প্রভৃতি বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পন্ন করুন।
সুখবর! মাত্র 630 টাকায় ঘরে নিয়ে আসুন গ্যাস সিলিন্ডার -Ujjawala LPG Gas Offer
Headings of Content
Toggle
Headings of Content
Toggleআবেদনের কিছু শর্ত
এই প্রকল্পের আবেদনের জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে। যা পরপর বিস্তারিত আলোচনা করা হলো –
১ জাগো প্রকল্পে আবেদনের জন্য মহিলাদের অবশ্যই স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।
২ এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর কমপক্ষে এক বছরের জন্য সদস্য হতে হবে।
৩ আবেদনকারীর নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংকের একাউন্টে সর্বনিম্ন 5000 টাকা থাকতে হবে।
সুসংবাদ! রাজ্য জুড়ে 20 হাজার লোক নিচ্ছে মমতা সরকার ! আকাশে বাতাসে খুশির খবর -WB Govt Job Recruitment
আবেদনের পদ্ধতি
জাগো প্রকল্প আবেদনের জন্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে প্রক্রিয়াটি করতে হবে। তার জন্য প্রথমেই অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটটি হলো – www.shgsewb.gov.in এরপর নিজের একাউন্টটি রেজিস্টার করতে হবে। সেখানে একটি OTP আসবে আপনার নাম্বারে এবং OTP টি বসাতে হবে। তারপরে আপনি যে একজন স্বনির্ভর দলের প্রার্থী তার যাবতীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। স্বনির্ভর গোষ্ঠীর ইচ্ছা করলে বিডিও অফিসে গিয়ে তার আবেদন করতে পারে। এছাড়াও আপনি 7783003003 এই নাম্বারে কল করে প্রকল্পের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারেন।
আগামীতে আপনাদের এলাকায় দুয়ারী সরকার বসলে সেখানে গিয়েও আপনি আবেদন করতে পারবেন। এই প্রকল্পের সুবিধা উপভোগ করতে পারবেন।
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You