সামনে লোকসভা ভোট, তার আগে একের পর এক ঘোষণা সরকার পক্ষের।সরকার কর্তৃক সম্প্রীতি এক প্রকল্পের সূচনা করা হয়েছে যার মাধ্যমে আবেদন করলে পেয়ে যেতে পারেন 25 হাজার টাকা। শুনতে অবাক লাগলো এটাই সত্যি।ভোটের মুখে দেশবাসীর জন্য দারুণ সুখবর শোনাল ও কেন্দ্র সরকার। এবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এই প্রকল্পের সুবিধা। দেশের যেকোনো রাজ্য থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে ২৫ হাজার টাকা পাওয়া যাবে । Government New Sumangala Scheme
বর্তমান যুগে নারীদের থেকে পুরুষের প্রাধান্য অধিক দেখা যায় , কাজ কর্মের ক্ষেত্রেও নারীদের কম গুরুত্ব দেওয়া হয়, এমনকি সরকারের নির্ধারিত বয়সের আগেই মেয়েদের বিবাহ দেওয়া হয়। তাই এটাই বলাই বাহাল্য যে, এটা একটা সামাজিক ব্যাধি। এমন পরিস্থিতিতে নারীদের গুরুত্ব বাড়াতে এবং সমাজে তাদের স্থান বা সম মর্যাদা দানের জন্য সরকার কর্তৃক একের পর এক অভিনব প্রকল্পের সূচনা করা হয়েছে । এবার যে প্রকল্পের কথা নিয়ে এসেছি এখানে ঘরে কন্যা সন্তান থাকলেই পেয়ে যাবেন 25 হাজার টাকা। Government new scheme
প্রকল্পের নাম: আজকে যে প্রকল্পের কথা বলতে যাচ্ছি সেই প্রকল্পের নাম হলো ‘সুমঙ্গলা প্রকল্প’।
প্রকল্পের উদ্দেশ্য : সুমঙ্গলা প্রকল্পের মাধ্যমে পরিবার পিছু দেওয়া হবে 25 হাজার টাকা। তবে এক্ষেত্রে শর্ত হল, ঘরে থাকতে হবে কন্যা সন্তান, তাহলেই এই টাকা পেয়ে যাবেন। সম্প্রতি বিভিন্ন রাজ্যে এই প্রকল্পের নতুন সূচনা করা হয়েছে।
টাকার পরিমাণ ও শর্ত : সুমঙ্গলা প্রকল্পের মাধ্যমে কন্যা সন্তানের পরিবারকে মোট 25 হাজার টাকা দেওয়া হবে। তবে এই টাকা একসঙ্গে দেওয়া হবে না, টাকা দেওয়া হবে কয়েক কিস্তির মাধ্যমে। কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে এবং বিবাহের আগ পর্যন্ত এই প্রকল্প চলতে থাকবে। এই প্রকল্পে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে টাকার কিস্তি দেওয়া হবে।
বয়স বৃদ্ধির সাথে সাথে কিস্তির পরিমাণ :
1. এক্ষেত্রে কন্যা সন্তানের বয়স এক বছর হলে সরকার কর্তৃক তাকে দেওয়া হবে 2000 টাকা
2. কন্যা সন্তান প্রথম শ্রেণীতে পড়াশোনা শুরু করলে দেওয়া হবে 3000 টাকা
3. এরপর ষষ্ঠ শ্রেণীতে পড়াশুনা করলে দেওয়া হবে 3000 টাকা
4. এরপর নবম শ্রেণীতে দেওয়া হবে 5000 টাকা
5. দ্বাদশ শ্রেণীতে দেওয়া হবে 7000 টাকা
6. এরপর সর্বশেষে 18 বছর পূর্ণ হলে দেয়া হবে 5000 টাকা
7. এভাবে সর্বমোট 25 হাজার টাকা দেওয়া হবে
এই প্রকল্পের সুবিধা পেতে কি কি যোগ্যতা থাকতে হবে :
1.এই প্রকল্পের সুবিধায় পেতে গেলে আপনাকে বা আপনার পরিবারের সেই কন্যা সন্তানকে উত্তরপ্রদেশের বাসিন্দা হতে হবে
2.পরিবারের কেবল দুই কন্যাই এই প্রকল্পের আওতায় আসতে পারবে
3.এই প্রকল্পের সুবিধা পাবেন কেবল সেই পরিবার এই যার বার্ষিক আই 3 লক্ষের কম
যদি আপনি এই যোগ্যতা গুলি পূরণ করেন তাহলে এক্ষেত্রে আবেদন করতে পারবেন নিচে দেওয়া ওয়েবসাইটে গিয়ে www.sky.up.gov.in
Important Links
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |
আরও পড়ুন
রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের মতো ফের এক নয়া প্রকল্পের সূচনা করলো। এই প্রকল্পের মাধ্যমে ঘরে বসে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। সাধারণত রাজ্য সরকার রাজ্যের জনগণের জন্য বিভিন্ন জনবকে প্রকল্প নিয়ে আসেন কিন্তু এবারের প্রকল্প একটু আলাদা। এবার ঘরে বসে পাওয়া যাবে সরকারে নানা রকম সুযোগ সুবিধা। আসুন তাহলে এই প্রকল্প সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। WB Government New Scheme ‘Nagar Bandhu’
রাজ্য সরকার রাজ্যের সকল প্রকার মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্রকল্পের সূচনা করেই চলেছে। কম বয়সী থেকে বৃদ্ধ সকল ধরনের বয়সীদের জন্য নানা রকম জনমকে প্রকল্প নিয়ে এসেছেন। এবার রাজ্যের জনগণের জন্য এমন এক প্রকল্প নিয়ে আসলেন যার মাধ্যমে রাজ্যের জনগণ ঘরে বসে নানা সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এই প্রকল্পের নাম দিয়েছেন নগর বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুরু হচ্ছে ১ জানুয়ারি ২০২৪ থেকে।
রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কর্ম বেকার ভাতা সহ আরো বিভিন্ন বিভাগে নতুন নতুন প্রকল্পের সূচনা করেছেন। এবার যে প্রকল্পের সূচনা করেছেন তার মাধ্যমে ঘরে বসে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে। আর যেতে হবে না সরকারি অফিসে, একটা মাত্র কল করলে ঘরে বসে পাওয়া যাবে নানা রকম সুযোগ সুবিধা। দিল্লি সরকারের মতো আমাদের রাজ্য শুরু হল এই নতুন ধরনের প্রকল্প।
নগর বন্ধু প্রকল্পের সূচনা করেন মাননীয় ফিরহাত হাকিম। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বৃদ্ধ কিংবা শারীরিকভাবে অক্ষম এমন জনগণকে যারা সরকারি অফিসে যেতে অসুবিধার সম্মুখীন হওয়ায় তাদের ঘরে বসে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা। তবে আপাতত এটি কলকাতা পৌরসভার অধীনে শুরু করা হচ্ছে। যেহেতু সরান চলে শুরু করা হচ্ছে তাই এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে নগর বন্ধু প্রকল্প। কোনরকম চার্জ ছাড়া বিনামূল্যে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তবে ভবিষ্যতে এই প্রকল্পের সুযোগ সুবিধা নিতে চার্জ করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
এই প্রকল্পের শর্ত কি :
1.আপাতত এই প্রকল্প শুরু করা হচ্ছে শুধুমাত্র কলকাতা পৌরসভার অধীনে বসবাসকারী বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম এমন ব্যক্তিদের জন্য
2.এই প্রকল্পের মাধ্যমে পৌরসভায় হওয়া বিভিন্ন সুবিধা পাওয়া যাবে যেমন ট্যাক্স জমা দেওয়া, জমির মিউটেশন, খাজনা, বিভিন্ন লাইসেন্স ও সার্টিফিকেট সহ অন্যান্য কাজের।
3.শারীরিকভাবে অক্ষম কিংবা প্রবীর নাকি যেহেতু ইন্টারনেট পরিষেবার সঙ্গে সেরকম যুক্ত না, তাই তাদের সামনে এই কাজগুলি করা হবে। খোদ পৌরসভার আধিকারিকরা বাড়িতে পৌঁছে এই সুবিধা গুলি বুঝিয়ে দিবেন।
এর জন্য আপনাকে একটি মোবাইল নম্বর দেওয়া হবে সেই মোবাইল নাম্বারে কল করে আরো বিস্তারিত জেনে নিতে হবে বা নগর বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ফোন করতে হবে – ৮৩৩৫৯৯৯১১১
Important Links
Telegram Channel | Join Now |
WhatsApp Group | Join Now |
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You