বর্তমানে আয়ের পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল টাকা সঞ্চয়। যদি আপনি ভাল আয় করে থাকেন এবং তার থেকে ভাল একটি সঞ্চয় হয়ে থাকে তাহলে আপনি ব্যাংকে জমা না রেখে ভালো একটি স্কিমে টাকা রাখলে কয়েক বছরে হতে পারবেন কোটিপতি। সবচেয়ে বড় কথা হল এক্ষেত্রে টাকা আপনার থাকবে সুরক্ষিত। কেননা বর্তমানে টাকা সুরক্ষিত রাখার সঠিক জায়গার খুবই অভাব রয়েছে তার সঙ্গে বিরাট রিটার্নও। তাই আপনাদের জন্য আজকে এমন এক স্কিম নিয়ে উপস্থিত হয়েছি যার মাধ্যমে আপনি টাকা রাখলেই কয়েক বছরে হতে পারবেন কোটিপতি। India Post Office Scheme

India post office scheme

এবার ভারতের অন্যতম ঝুকিহীন সংস্থায় টাকা রাখার দারুণ সুযোগ আপনার হাতে। ঝুকিহীন ভাবে বিনিয়োগ করে একসঙ্গে পেতে পারেন কোটি টাকা। হ্যাঁ! আমরা যে সংস্থার কথা বলতে যাচ্ছি সেটা হল ভারতীয় পোস্ট অফিস। বর্তমানে বিভিন্ন বিনিয়োগকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম ঝুঁকিপূর্ণ এবং সুরক্ষিত সংস্থা হল ভারতীয় পোস্ট অফিস। এবার আপনি পোস্ট অফিসের একটি স্কিমে টাকা বিনিয়োগ করে একসঙ্গে পেতে পারেন প্রচুর রিটার্ন। তাহলে আর দেরি না করে পোস্ট অফিসের এই স্কিম সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। India Post Office Scheme

 

আজকে পোস্ট অফিসের যে স্কিম সম্পর্কে বলতে যাচ্ছি সেটি হল পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম। পোস্ট অফিসের এই স্কিমের মাধ্যমে আপনি টাকা রেখে এককালীন প্রচুর টাকা রিটার্ন পেতে পারেন। এই স্কিমের মাধ্যমে টাকা বিনিয়োগ করলে আপনি ১০ বছরে হতে পারেন কোটিপতি। আসুন তাহলে এক নজরে এই স্কিম সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। India Post Office Scheme

 

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে পাঁচ বছরের জন্য অ্যাকাউন্ট খুললেই সেই একাউন্টে প্রতিবছর 6.7 শতাংশ হারে সুদ দেওয়া হয়ে থাকে। আর সব থেকে বড় কথা হলো এক্ষেত্রে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়ে থাকে। পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের মাধ্যমে আপনি নূন্যতম ১০০ টাকা থেকে ডিপোজিট করতে পারেন এবং সর্বাধিক কোন সীমা এক্ষেত্রে ধার্য করা হয়নি। রেকারিং ডিপোজিট স্কিমের ম্যাচুরিটির সময়কাল পাঁচ বছর হলেও পরবর্তীতে সময়কাল আরো বৃদ্ধি করতে পারেন।

 

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমের ন্যূনতম বিনিয়োগ ১০০ টাকা থেকে শুরু হলেও এক্ষেত্রে আপনার ইচ্ছামতো আরো বেশি টাকা বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে আপনার রিটার্ন নির্ভর করবে আপনি কত টাকা বিনিয়োগ করছেন। আপনি বেশি টাকা বিনিয়োগ করলে এক্ষেত্রে কোটি টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া সম্ভব। তবে সম্পূর্ণটাই নির্ভর করবে আপনার বিনিয়োগের উপর। আপনি যদি প্রতিমাসের ৬০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করে থাকেন তাহলে দশ বছরে মোট বিনিয়োগ হবে ৭২ লক্ষ টাকা। আর আপনি সুদ পেয়ে যাবেন ৩০.৫১ লক্ষ টাকা। সব মিলিয়ে মোট ১.০২ কোটি টাকা ১০ বছর পর রিটার্ন পেতে পারেন। India Post Office Scheme

By Govt Job

Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *