চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হওয়া গেল। এবার NTPC তে একাধিক পদে বহু শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের যে কোনো জায়গ থেকে চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। মহিলা ও পুরুষ উভয় আবেদনের যোগ্য। আসুন তাহলে আজকের নিয়োগ সম্পর্কে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা যাক। NTPC Recruitment
কী কী পদে নিয়োগ করা হবে :
1. হেড অফ অপারেশন
2. হেড অফ মেন্টেন্স
3. শিফট চার্জ ইঞ্জিনিয়ার
4. গ্রিন কেমিক্যালস
5. এক্সিকিউটিভ ( কন্ট্রোল রুম অপারেশন)
6. এক্সিকিউটিভ ( জেনেরাল সিফট সাপোর্ট এবং সেফটি)
যোগ্যতা ও বয়স : উপরোক্ত প্রতি পদে আবেদন করতে যোগ্যতা ও বয়স ভিন্ন ভিন্ন তাই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে আবেদন করার পূর্বে দেখে নিবেন।
আবেদন পদ্ধতি : যারা NTPC এর সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইন মাধ্যম অবলম্বন করে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে নিচে লিঙ্ক দেওয়া হবে অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদন ফী : এক্ষেত্রে সাধারণ ও ওবিসিদের জন্য আবেদন ফী হিসেবে 300 টাকা ধার্য করা হয়েছে। যারা অন্যান্য রিজার্ভ জাতির মধ্যে পরে তাদের কোনো প্রকার আবেদন ফী জমা করতে হবে না।
আবেদনের সময়সীমা : এক্ষেত্রে অনলাইন মাধ্যমে আবেদন করতে পারবেন 30-08-2023 তারিখের পূর্বে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –
Join Telegram Channel : Click Here
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You