PM Poshan প্রকল্পে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন 18,000 টাকা -WB Job Recruitment

 রাজ্যে ফের জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, PM Poshan প্রকল্পের অধীনে কর্মী নিয়োগ করা হবে। আরও জানানো হয়,  এক্ষেত্রে রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। যে সমস্ত বেকার যুবক যুবতীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে –

পদের নাম : 1. অ্যাকাউন্ট অফিসার ( Account Officer)
2. সহকারী হিসাবরক্ষক

নিয়োগ প্রক্রিয়া : যারা PM Poshan প্রকল্পের আওতায় উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে ইচ্ছুক তাদের নিয়োগ করা হবে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে। প্রথমে নিজের সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে সকাল 10 টার মধ্যে উপস্থিত হতে হবে এবং ঠিক ওইদিন সকাল 11 টা থেকে সংশ্লিষ্ট জেলার DM অফিসে ইন্টারভিউ নেওয়া হবে।

আবেদন পদ্ধতি : এক্ষেত্রে যেহেতু সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে তাই আগে কোনো আবেদন পত্র জমা না করে ইন্টারভিউ-র দিন সমস্ত ডকুমেন্টস এর অরিজিনাল সহ ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে।

ডকুমেন্টস সমূহ
:
বয়সের প্রমাণ
শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
পাসপোর্ট সাইজের ছবি
জাতিগত সংশয় পত্র
আধার বা ভোটার কার্ড
অভিজ্ঞতা
পিপিও

ডকুমেন্টস জমা করার ঠিকানা : Officer in Charge, Mid Day Meal, North 24 Parganas, At 4th floor administrative building, Barasat, Kolkata -700124

ইন্টারভিউ-র স্থান : North 24 Parganas, District Magistrate Office.

মাসিক বেতন : দুটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা মাসিক বেতন ধার্য করা হয়েছে। প্রথম পদের জন্য
18,000 টাকা এবং দ্বিতীয় পদের জন্য 12,000 টাকা দেওয়া হবে।

★ সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদন করতে প্রার্থীদের যোগ্যতা হতে হবে সরকারি চাকরি থেকে রিটায়ার্ড।

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

 

অফিসিয়াল নোটিশ : ডাউনলোড 

 

 Join Telegram Channel : Click Here

Leave a Comment