রেলের তরফে ১৫ হাজার নতুন কর্মী নিয়োগ হচ্ছে, চাকরি প্রার্থীদের জন্য সুসংবাদ -Railway Job Recruitment

আপনি কি ট্রেন চালকের পদে চাকরি করতে ইচ্ছুক? তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। রেলের চালকদের জন্য রয়েছে এক বড় ধরনের সুখবর। সম্প্রতি বড়সংখ্যক শূন্যপদে রেলের চালক নিয়োগ করতে চলেছে রেল কর্তৃপক্ষ। প্রায় ১৫ হাজার শূন্য পদে রেল চালক নিয়োগ করা হবে। Railway Job Recruitment

railway job recruitment

কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় একটি খবর ঘুরে বেড়াচ্ছে। যে খবরে বলা হয়েছে যে বহুদিন যাবত রেলের ট্রেন চালক পদে কর্মী নিয়োগ হয়নি। ট্রেন চালকের পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। চালকের পরিমাণ যথেষ্ট না থাকায় প্রায়ই ট্রেন দুর্ঘটনা হচ্ছে।Railway Job Recruitment

এই খবরটি সম্পূর্ণ ভ্রান্ত বলেছে রেল কর্তৃপক্ষ। মানুষের মধ্যে বিভ্রান্তিকার পরিস্থিতির সৃষ্টি করার জন্যই সোশ্যাল মিডিয়াতে এমন গুজব রটানো হয়েছে। প্রতিটা ডিপার্টমেন্টের ন্যায় রেলের চালকরাও প্রতিমাসে অবসর নেন। তাই রেলের চালকের পদও শূন্য হয়। সেই শূন্যস্থান পূরণ করার জন্য পদোন্নতির সাহায্য নেওয়া হয়। জুনিয়র চালকদের পদোন্নতির মাধ্যমে খালি পদগুলি পূরণ করা হয় বলেই খবর রেলে সূত্রের।Railway Job Recruitment

আগামী আগস্ট মাসের দিকে পূর্ব রেলের চালকের খালি পদ পূরণ হতে চলেছে জুনিয়র চালকদের পদোন্নতির মাধ্যমে। রেলের রিক্রুটমেন্ট বোর্ডের পদ্ধতি অনুযায়ী নিয়মিত ব্যবধানে স্বচ্ছভাবে ট্রেন চালকের পদে নিয়োগ করা হয়।Railway Job Recruitment

রেশন কার্ড থাকলে পাবেন ১২০০০ টাকা, কেন্দ্র সরকারের এই স্কিমে নাম লেখান এখনই – Central Government Scheme

তবে খুব শীঘ্রই সর্বভারতীয় স্তরে রেলের ট্রেন চালক পদে ১৫ হাজার কর্মী নিয়োগ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তবে এবার প্রশ্ন হল যে এই পদে কারা কারা আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করা যাবে? এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে বিজ্ঞপ্তি প্রকাশ হলে।Railway Job Recruitment

Source : https://bengali.news18.com/photogallery/job/new-job-alert-west-bengal-job-vacancy-golden-opportunity-for-job-seekers-indian-railways-recruitment-apply-soon-l18-sal-1746209.html

WhatsApp Channel  Join Now
Telegram Channel  Join Now

Leave a Comment