চাকরিপ্রার্থীদের জন্য আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে ভারতীয় পশ্চিম রেলওয়ের তরফে। ‌ যেখানে মাধ্যমিক পাশ যোগ্যতায় ৫০৬৬ জন কর্মী নিয়োগ করা হবে। ভারতীয় পশ্চিম রেলওয়ের হেড অফিস রয়েছে মুম্বাই। সেখান থেকে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় পশ্চিম রেলওয়ে তরফে কর্মী নিয়োগ করা হবে। আগামী ২৩শে সেপ্টেম্বর থেকে অনলাইন এর মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় শুরু হবে। তাই যে সকল চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন যাবত ভারতীয় রেলওয়ের চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তাদের মুখে অবশেষে হাসি ফুটতে চলেছে। ইতিমধ্যেই ভারতীয় রেলওয়ে NTPC তরফে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে। তার মাঝে পুনরায় পশ্চিম রেলওয়ে তরফে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের মনে অনেকটা আশার আলো জাগিয়েছে। তাই আপনি উক্ত নিয়োগ প্রক্রিয়ার অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করলে আমাদের প্রতিবেদনটি বিস্তারিত দেখুন। নিচে এই বিজ্ঞপ্তি সম্বন্ধিত বিস্তারিত তথ্যগুলি তুলে ধরা হলো। Railway Job Recruitment

railway job recruitment
∆পদের নাম: পশ্চিম ভারতীয় রেলের তরফে তে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে শূন্য পদের নাম হল Apprentice পদ।

∆মোট পদের সংখ্যা: ইতিমধ্যেই ভারতীয় রেলের এনটিপিসি বিভাগে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে। তার মাঝেই পশ্চিম ভারতীয় রেলের তরফে এই নিয়োগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখানে Apprentice সর্বমোট ৫০৬৬ টি শূন্য পদ রয়েছে।

∆শিক্ষাগত যোগ্যতা: Apprentice পদে আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে 10th পাস করতে হবে। তার পাশাপাশি শূন্য পদ সমন্ধিত ITI করে থাকতে হবে।

∆বয়স সীমা:‌ যে সকল চাকরিপ্রার্থীদের বয়স ন্যূনতম ১৫ থেকে সর্বোচ্চ ২৪ বছর রয়েছে, তারা এই আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। তবে সংরক্ষণ শ্রেণীর চাকরিপ্রার্থীরা, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবে।

∆প্রার্থী বাছাই প্রক্রিয়া: ভারতীয় রেলের এই নিয়োগ প্রক্রিয়ায়, প্রার্থী বাছাই এর ক্ষেত্রে কোন রকম লিখিত পরীক্ষা হবে না। আবেদনকালীর মাধ্যমিক পাস ও ITI প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে এই‌ নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ হবে। পার্থী বাছাইয়ের অন্তিম পর্যায়ে মেডিকেল টেস্ট নেওয়া হবে।

∆আবেদন মূল্য:-
আবেদনে অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ১০০ টাকা প্রয়োজন। ‌ এছাড়াও বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা যথা- SC/ST/PWD/Women নিয়োগে কোন আবেদনমূল্যর লাগবেনা।

∆আবেদন পদ্ধতি:-
এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইট rrc-wr.com গিয়ে সম্পন্ন করতে হবে। ২৩ শে সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়ায় শুরু হবে। আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সর্বপ্রথমে আবেদনকারী কে এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ‌ অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর বৈধ মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ‌ রেজিস্ট্রেশন হওয়ার পর পুনরায় লগইন করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আবেদন চলাকালীন প্রয়োজনীয় ডকুমেন্টগুলো‌ যথা- শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার প্রভৃতি আপলোড দিতে হবে। ‌ সবশেষে আবেদন ফি জমার মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে।

∆আবেদন শেষ তারিখ:-
পশ্চিম ভারতীয় রেলওয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন প্রক্রিয়া 23 সেপ্টেম্বর ‌2024 তারিখ থেকে শুরু হবে। ‌ তা চলবে আগামী 22 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত।
এছাড়াও এই নিয়োগ সংক্রান্ত আরো বিস্তারিত খুঁটিনাটি তথ্য জানতে এর অফিশিয়াল নোটিফিকেশনে ভিজিট করুন। প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন।

Official Notification : Download 

By Govt Job

Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *