পশ্চিমবঙ্গে ফের জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে তার, দক্ষিণ দিনাজপুর জেলার অধীনে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট জেলার গঙ্গারামপুর মহকুমার অধীনে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট জেলার যে কোনো ব্লক থেকে এই নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ নিতে পারবেন। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হল। WB District PLV Recruitment
পদের নাম : প্যারা লিগাল ভলেন্টিয়ার
প্রার্থীর বয়সঃ- নুন্যতম ১৮ বছর, বয়সের উর্দ্ধসীমা নেই।
যোগ্যতাঃ- নুন্যতম মাধ্যমিক পাস এবং দক্ষিন দিনাজপুর জেলার স্থায়ীবাসিন্দা হতে হবে।
শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
সাক্ষাৎকারের স্থানঃ- জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস, জেলা আদালত চত্ত্বর, বালুরঘাট, দক্ষিন দিনাজপুর
তারিখঃ- ৪ঠা জুন ২০২৪ (সোমবার)
সময়ঃ- সকাল ১১টা
সঙ্গে নিয়ে আসতে হবেঃ- জীবনবৃত্যান্ত (Biodata), বয়সের প্রমানপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র, স্বচিত্রপরিচয়পত্র (EPIC Card/Aadhar /Driving Licence), স্থায়ীবাসিন্দার প্রমানপত্র (কাউনসিলর/পঞ্চায়েত প্রধানের কাছে প্রাপ্ত), এককপি রঙ্গিন ছবি। (সব নথিপত্রের স্বপ্রত্যয়িত একসেট জেরক্স কপি)
সাম্মানিক দক্ষিনা (Honorarium):- ৫০০ টাকা প্রতি দিন। (দৈনিক কাজ থাকবে না)
উপস্থিত সকল প্রার্থীগন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সমস্ত নিয়মাবলি মানতে বাধ্য থাকবে। কোনো প্রার্থী কোনোরুপ অবৈধ কাজের সঙ্গে যুক্ত থাকলে এবং কোনোরুপ অপরাধ মূলক মোকদ্দমার সাথে যুক্ত থাকলে এই নিয়োগে অংশগ্রহন করতে পারবেন না। অসৎ উপায় অবলম্বন করে এই নিয়োগের মাধ্যমে পার্শ্ব আইনি সহায়িকা (Para Legal Volunteer, PLV) রুপে নিযুক্ত হলেও পরবর্তীতে তা প্রমানিত হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।
(বিঃদ্রঃ- ইহা কোনো চাকরি নয় বা পরবর্তিতে কখন সেইরুপ কোনো আশা নেই, ইহা একটি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের অন্তর্ভূক্ত আইন বিষয়ক সমাজ সেবা মূলক কাজ যা নির্ধারিত সময়সূচির বাইরেও করতে হতে পারে এবং সপ্তাহে ১ দিন থেকে ৩ দিনের কাজ থাকতে পারে অথবা তার কম বা বেশিও হতে পারে, তাই যারা সেবা মূলক কাজের জন্য সেচ্ছায় শ্রমদানে আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করুন)
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন –
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You