পশ্চিমবঙ্গের সিংহাসনে তৃণমূল সরকার বসার পর জনগণের জন্য একাধিক প্রকল্পের সৃষ্টি করেছে তারা। আর এই প্রকল্পের মাধ্যমে সমগ্র পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হচ্ছেন। আজকে এই আর্টিকেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের নতুন একটি প্রকল্পের সম্পর্কে আলোচনা করব যে প্রকল্পটি মাধ্যমে বহু মানুষের আর্থিক সহায়তা দান হবে।WB Government Scheme
লক্ষীর ভান্ডার প্রকল্প সৃষ্টি করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশ্ব দরবারে স্থান পেয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্ধক্য ভাতা প্রকল্পটিও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য জনদরদী প্রকল্পগুলির মধ্যে একটি হল এই বার্ধক্য ভাতা (Old Age Pension Scheme)। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের জন্য মমতা ব্যানার্জি বিভিন্ন ধরনের প্রকল্পের সঞ্চার করেছে। আর ৬০ বছর উর্ধ্ব মানুষের জন্য বার্ধক্য ভাতার (Old Age Pension Scheme)উদ্ভাবন ঘটিয়েছেন এই মুখ্যমন্ত্রী।WB Government Scheme
এক পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে বর্তমান সময়ে বাংলার প্রায় ২০ লক্ষ ১৫ হাজার মানুষ এই বার্ধক্য ভাতা প্রতিমাসে পেয়ে থাকে। খুব শিগগিরই এই সংখ্যা ২০ লক্ষ ৬৫ হাজারের দোরগোড়ায় ছোঁবে। সম্প্রতি আরো প্রায় ৫০ হাজার মানুষকে রাজ্য সরকার বার্ধক্য ভাতার আওতায় নিয়ে আসতে চলেছে।WB Government Scheme
এক সূত্র মারফত খবর পাওয়া গেছে যে রাজ্যের এই বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য কেন্দ্র সরকারও কিছু টাকা রাজ্যকে দেয়। ৮০০ টাকা দেয় রাজ্য এবং ২০০ টাকা দেয়, কেন্দ্র সরকার। সব মিলে মানুষরা হাজার টাকা বার্ধক্য ভাতা পেয়ে থাকেন। তবে কেন্দ্র সরকারের কাছে রাজ্য সরকার এই প্রকল্পের জন্য অনেক পাওনা টাকা বাকি পড়ে আছে। তবে কবে সেই টাকা কেন্দ্র সরকার রাজ্য কে দেবে তা জানা যায়নি। আর এরই মধ্যে দিনে দিনে বার্ধক্য ভাতার গ্ৰাহকের সংখ্যা বাড়তে থাকছে।WB Government Scheme
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You