এখন গোটা রাজ্য সবর হয়েছে হকার (Hawkers) উচ্ছেদ নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেবার পর গোটা রাজ্যে শুরু হয় হকার (Hawkers) উচ্ছেদের পালা। তবে বৃহস্পতিবার এই হকারদের (Hawkers) আন্দোলনের সাক্ষী হয়েছে গোটা রাজ্য। আন্দোলন দেখে সরগম পড়ে গেছে পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আন্দোলনের জন্য তার নির্দেশ থেকে একটু পিছিয়ে এসে হকারদের (Hawkers) এক মাস সময় দিয়েছেন। WB Govt Hawkers Scheme

wb govt hawkers scheme

এই হকার উচ্ছেদের নির্দেশ এবং তাদেরকে একমাস সময় দেওয়ার মাঝেই রাজ্য সরকারের একটি প্রকল্পের কথা উঠে এসেছে সকল আলোচনার মাঝে। যে প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের তরফ থেকে হকারদের পৌরসভা এলাকায় ব্যবসা করার জন্য ৮০ হাজার টাকা দেওয়া হয়েছিল।

যে সকল হকার পৌরসভা এলাকায় ব্যবসা করেন তাদের জন্য রাজ্য সরকার ৮০০০০ টাকা ঋণ দিয়ে থাকে। আবার যদি কোনো হকার গ্রাম্য এলাকা থেকে পৌরসভা এলাকায় গিয়ে ব্যবসা শুরু করেন তবে তিনিও এই সুবিধা পেতে পারবেন। এই ৮০ হাজার টাকাটি একবারে ঋণ হিসেবে পাওয়া যায় না। মূলত তিনটি ধাপে এই টাকাটি হকারদের দেওয়া হয়। প্রথমে দেওয়া হয় ১০ হাজার টাকা, সেই টাকা শোধ করার পর ২০ হাজার টাকা পাওয়া যায়। ২০ হাজার টাকা শোধ করতে হয় এক বছরের মধ্যে। এই টাকা শোধ হলেই ৫০ হাজার টাকা পাওয়ার যোগ্য হয়ে যান ওই হকারটি।WB Govt Hawkers Scheme

আসলে, দুর্গাপূজার আগে মানুষের জামা কাপড় থেকে বিভিন্ন জিনিস কেনার হিড়িক পড়ে যায়। বড় ব্যবসায়ীরা নিজেদের জমানো অর্থ থেকে দোকানের জিনিসপত্র কিনতে পারলেও যারা ছোট ব্যবসায়ী অর্থাৎ হকার শ্রেনীর মানুষ তারা কিন্তু ব্যবসার জন্য জিনিসপত্র তেমনভাবে কিনতে পারেনা। সেই জন্য তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল রাজ্য সরকার। হকারদের ব্যবসার জন্য ৮০ হাজার টাকা করে ঋণ দেওয়া হতো। এই প্রকল্প চালু হওয়ার পর হাজার হাজার হকার উপকৃত হয়েছিল। WB Govt Hawkers Scheme

অবশেষে রাজ্যে গ্রুপ সি ও ডি কর্মী নিয়োগের তারিখ বৃদ্ধি, অষ্টম পাশে আবেদন করুন -WB Govt Job Recruitment

২০২৩ এর জুলাইয়ের ওই প্রকল্পের ঘোষণার পর হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলতি বছরের পুজোর সময়ও হকারদের জন্য কোনো না কোনো প্রকল্পের ব্যবস্থা করবেন আর না হলে ওই প্রকল্পের সুবিধা বাড়িয়ে দেবেন। বর্তমান সময়ে যখন হকারদের নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের মাথাব্যথা তৈরি হয়েছে এবার দেখার বিষয় যে হকারদের নিয়ে আগামী সময় মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত গ্রহণ করেন। Written by Nupur Chattopadhyay

WhatsApp Channel  Join Now
Telegram Channel  Join Now

By Govt Job

Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *