রাজ্য সরকারের অধীনে ফের নয়া নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবার গ্রুপ সি ও ডি লেভেলের বহু পদ খালি রয়েছে রাজ্যের বাকুড়া জেলার আদালতে। ইতিমধ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে সংশ্লিষ্ট আদালত কর্তৃক। জানানো হয়, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে ছেলে ও মেয়ে সকলে আবেদন জানাতে পারবেন। সামান্য যোগ্যতায় রাজ্য সরকারের অধীনে চাকরির দারুণ সুযোগ আপনার হাতে। আসুন তাহলে সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক। WB Govt Job Recruitment
নোটিশ নং : 01-2024, dated Bankura, the 22nd Day of May, 2024
কী কী পদে নিয়োগ করা হবে : নিচে শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হলো –
1. আপার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ সংখ্যা : 9 টি
মাসিক বেতন : 28,900 – 74,500 /-
বয়সসীমা : নূন্যতম বয়স 18 বছর এবং সর্বাধিক বয়স 40 বছর। সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম মাফিক বয়সের ছাড় দেওয়া হবে।
যোগ্যতা :অবশ্যই গ্রেজুয়েট পাশ করতে হবে এবং কম্পিউটার প্রফেসিয়েন্সি থাকতে হবে
2. লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ সংখ্যা : 39 টি
মাসিক বেতন : 22,700 – 58,500/-
বয়সসীমা : বয়স থাকতে হবে 18-40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
যোগ্যতা : আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ সঙ্গে অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে।
3. Scal Bailiff
শূন্যপদ সংখ্যা : 3 টি
মাসিক বেতন : 22,700 – 58,500/-
বয়সসীমা : বয়স থাকতে হবে 18-40 বছরের মধ্যে। পাশাপাশিএছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
যোগ্যতা : আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাশ সঙ্গে অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে।
3. প্রসেস সার্ভার
শূন্যপদ সংখ্যা : 39 টি
মাসিক বেতন : 21,000 – 54,000/-
বয়সসীমা : বয়স থাকতে হবে 18-40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
যোগ্যতা : আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম পাশ।
4. গ্রুপ ডি
শূন্যপদ সংখ্যা : 39 টি
মাসিক বেতন : 17,000 – 43,600/-
বয়সসীমা : বয়স থাকতে হবে 18-40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
যোগ্যতা : আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম পাশ।
নিয়োগ প্রক্রিয়া : উপরের সব পদের জন্য মোটামুটি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে তবে যে পদের জন্য কম্পিউটার জ্ঞান প্রযোজ্য সেক্ষেত্রে কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এছাড়াও কিছু পদের জন্য অতিরিক্ত যাচাই পদ্ধতি অবলম্বন করে নিয়োগ করা হবে। তবে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে বিস্তারিত জেনে নিতে পারবেন।
আবেদন পদ্ধতি : বাকুড়া জেলার আদালতের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে কেবল অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। এরজন্য অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার সময় জরুরি ডকুমেন্টস ও পাসপোর্ট সাইজের ছবি বা সিগনেচার আপলোড করতে হতে পারে। অবশ্যই আপনার সাথে সমস্ত ডকুমেন্টস রাখবেন এবং আবেদন করতে আবেদন ফীও জমা করতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন।
আবেদন মূল্য : নিচে পদ ও ক্যাটাগরি অনুযায়ী অফিসিয়াল নোটিশ থেকে আবেদন মূল্য সম্পর্কে স্ক্রিনশট দেওয়া হল –
আবেদন করার তারিখ সমূহ : 24-05-2024 থেকে 26-06-2024 পর্যন্ত।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You