বহুবারই জঙ্গলে কাঠ চুরির মত ঘটনা জনসমক্ষে আসে। তবে এবার এই ঘটনার জন্য সুব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য সরকার। জঙ্গলে কাঠ চুড়ি এবং নজরদারির জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়োগ করতে চলেছে ফরেস্ট গার্ড ও হেড ফরেস্ট গার্ড পদে কর্মী। যারা অনেকদিন ধরে বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ করছে তাদের জন্যই এই সুখবরটি এসেছে। WB Govt Job RECRUITMENT
একসূত্র মারফত খবর পাওয়া গেছে ফরেস্ট গার্ডে মোট পদের সংখ্যা ২৪৫৮টি। এই পদের সংখ্যার মধ্যে ৬৬ শতাংশ পদই খালি পড়ে রয়েছে। আবার অপরদিকে হেড ফরেস্ট গার্ড পদের সংখ্যা রয়েছে ২৩১ টি , এরমধ্যে ৮৩ শতাংশ পদে কোনো কর্মী নিয়োগ হয়নি বহুদিন। এরমধ্যে বারংবারই জঙ্গলে কাঠ চুরির মত ঘটনা ঘটে। জঙ্গলে এই কাঠ চুরির ঘটনা বন্ধ করার জন্য রাজ্য মন্ত্রিসভায় ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড নিয়োগের সিদ্ধান্ত স্থির হয়েছে। বুধবারদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এক মন্ত্রিসভার আয়োজন করেছিলেন ওই মন্ত্রিসভাতে স্থির হয় যে ফরেস্ট গার্ডের ১৬০০টি শূন্য পদে এবং হেড ফরেস্ট গার্ডের ১৯২টি শূন্য পদে নিয়োগৎকরা হবে।WB Govt Job Recruitment
ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড নিয়োগের জন্য বৃহস্পতিবার এক নতুন রুল নিয়ে আসে রাজ্য সরকার। যার নাম ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রিক্রুটমেন্ট অফ ফরেস্ট গার্ড অ্যান্ড হেড ফরেস্ট গার্ড রুলস ২০২৪ (West Bengal Services Recruitment of Forest Guard and Head Forest Guard Rules 2024)। আগে এই নিয়োগ এর দায়িত্ব ছিল পুলিশের হাতে। কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন রুলস তৈরি হওয়ায় এই নিয়োগ প্রক্রিয়া দায়িত্ব থাকবে পাবলিক সার্ভিস কমিশনের উপর (West Bengal Public Service Commission)।
পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) এই ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড নিয়োগের দায়িত্ব পাওয়ায় শারীরিক দক্ষতা যেমন উচ্চতা, চেস্ট ইত্যাদির ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা নিয়ম শিথিল করা হবে। এই বিষয়ে বনমন্ত্রী বীরবাহা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। আর এর ফলেই মন্ত্রিসভার বৈঠকে ওই দুটি পদে কর্মী নিয়োগের অনুমোদন পাস হয়।
Written by Nupur Chattopadhyay
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You