চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বড় ধরনের সুখবর। সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিটে বেশ কিছু কর্মী নিয়োগ হতে চলেছ।এক্ষেত্রে একাধিক ধরনের পদে নিয়োগ করা হবে। প্রার্থীদের চুক্তিভিত্তিক এবং টেম্পোরারি ভাবে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত প্রার্থীরা এই পদে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। তবে কিভাবে আবেদন জানাতে হবে, শূন্য পদের সংখ্যা কত, সেগুলি জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। WB Govt Job Recruitment

Wb govt job recruitment

যে সকল পদে নিয়োগ করা হবে– প্রার্থীদের নিয়োগ করা হবে ম্যানেজার /কো-অর্ডিনেটর, সোশ্যাল ওয়ার্কার কাম চাইল্ডহুড এডুকেটর, নার্স, ডাক্তার, আয়া, চৌকিদার পদে।

শূন্য পদের সংখ্যা– স্বাস্থ্য দপ্তরে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে শূন্য পদের সংখ্যা রয়েছে ১১ টি।

নিয়োগের স্থান-দার্জিলিং জেলার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিটে ম্যানেজার / কো-অর্ডিনেটর, সোশ্যাল ওয়ার্কার কাম চাইল্ডহুড এডুকেটর, নার্স, ডাক্তার, আয়া, চৌকিদার পদে প্রার্থীদের নিয়োগ করা হবে।

যোগ্যতা– বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের যোগ্যতা চাওয়া হয়েছে। তবে ক্লাস এইট পাশ থেকে গ্রাজুয়েট পাশ করা প্রার্থীরা এই বিভিন্ন পদের জন্য আবেদন জানাতে পারবেন। তবে সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।

বয়স– এই বিভিন্ন পদের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি-

১) এই পদে কেবলমাত্র অফলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে।

২) আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করুন।

৩) আবেদনপত্রের যেখানে আপনার নাম, আপনার বাবার নাম, ঠিকানা এডুকেশন কোয়ালিফিকেশন দিতে বলা হয়েছে সেগুলি সঠিকভাবে পূরণ করুন।

৪) ফর্ম ফিলাপ হয়ে গেলে প্রয়োজনীয় ডকুমেন্টস এর সহিত সাধারন ডাকে ফর্মটি পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা– District Child Protection Unit, (Minority Bhawan, Ground Floor), Office of the district Magistrate, Darjeeling, West Bengal 734101।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ– ৩০ শে জুলাই ২০২৪ তারিখের মধ্যে প্রার্থীদের অবশ্যই আবেদন পত্র জমা দিতে হবে। WB Govt Job Recruitment

নিয়োগ পদ্ধতি– আবেদনপত্র জমা দেওয়ার পর নিয়োগের জন্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করা হবে। এরপর ওই তালিকায় নাম থাকা প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় পাশ করতে পারলে প্রার্থীদের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। সেখানেও কৃতকার্য হলে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে পাস করতে পারলেই প্রার্থীদের নিয়োগ করা হবে।

Official Notification : Download 

WhatsApp Channel  Join Now
Telegram Channel  Join Now

By Govt Job

Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *