পুজোর আগে চাকরিপ্রার্থীদের জন্য খুশির খবর। রাজ্যের সরকারি দপ্তরে একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের ২৩ জেলার চাকরি প্রার্থীরা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন। এছাড়াও বেশ কিছু পদ রয়েছে যেখানে আবেদন করতে হলে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। এখানে যে পদ গুলোতে নিয়োগ করা হবে সে পদ গুলোর নাম হল কর্ম বন্ধু, রাঁধুনি, হেল্পার, দারোয়ান, সুপারিনটেনডেন্ট প্রভৃতি পদ। নিচে উক্ত পদ সম্বন্ধে বিস্তারিত তথ্য আলোচনা করা রয়েছে।WB Govt Job Recruitment
•এমপ্লয়মেন্ট নম্বর:
রাজ্য সরকারের তরফে বিভিন্ন পদে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তির এমপ্লয়মেন্ট নম্বরটি হল 3517/BCWTD(UD)
১.পদের নাম:
রাজ্য সরকারের তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রথম শূন্য পদটির নাম হল কর্ম বন্ধু ।
•শিক্ষাগত যোগ্যতা:
কর্ম বন্ধু পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের কোন শিক্ষিত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে।
২.পদের নাম:
রাজ্য সরকারের তরফে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দ্বিতীয় পত্রের নাম হল রাধুনী।
•শিক্ষাগত যোগ্যতা:
রাধুনী পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অবশ্যই রান্না সংক্রান্ত বিভিন্ন কাজের অভিজ্ঞতা সহ কোন বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
৩.পদের নাম:
এই নিয়ে প্রক্রিয়ায় তৃতীয় শূন্য পদটির নাম হল হেল্পার।
•শিক্ষাগত যোগ্যতা:
হেল্পার পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্যতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে, তার পাশাপাশি রান্না কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৪.পদের নাম:
এই নিয়োগ প্রক্রিয়ায় চতুর্থ শূন্য পদটির নাম হল দারোয়ান।
•শিক্ষাগত যোগ্যতা:
দারোয়ান পদে আবেদন করতে হলে আবেদনকারী কোন বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাস করা বাধ্যতামূলক।
৫.পদের নাম:
উক্ত নিয়োগ প্রক্রিয়ায় পঞ্চম শূন্য পদটির নাম হল ম্যাট্রন।
•শিক্ষাগত যোগ্যতা:
ম্যাট্রন পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। তার পাশাপাশি এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৬.পদের নাম:
এই নিয়োগ প্রক্রিয়ায় ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শূন্য পদটি হলো সুপারিনটেনডেন্ট।
•শিক্ষাগত যোগ্যতা:
সুপারিনটেনডেন্ট পদে যে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করবে বলে ভাবছেন তাদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় নূন্যতম স্নাতক পাশ করে থাকতে হবে।
•মোট পদ সংখ্যা:
উপরে উল্লেখিত সকল পদ গুলির সর্বমোট ১টি করে শূন্য পদ রয়েছে। তাই যে সকল চাকরিপ্রার্থীরা আবেদন করবে বলে ভাবছেন তারা শীঘ্রই আবেদন করতে পারেন।
•মাসিক বেতন:
উপরে উল্লেখিত একাধিক পদের ক্ষেত্রে একাধিক বেতন কাঠামো রয়েছে। যেমন কর্ম বন্ধু পদে মাসিক বেতন ৩০০০ টাকা। হেল্পার পদের জন্য বেতন রয়েছে ৫০০০ টাকা। রাধুনী পদের জন্য বেতন রয়েছে ৭০০০ টাকা। ম্যাট্রন পদের জন্য বেতন রয়েছে ৯০০০ টাকা। সুপারিনটেনডেন্ট পদের জন্য মাসিক বেতন রয়েছে ১৫০০০ টাকা।
•বয়স সীমা:
উক্ত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে, আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে।
•আবেদন পদ্ধতি:
এই আবেদন প্রক্রিয়া অফলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তার জন্য আবেদনকারীকে সর্বপ্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটিকে ডাউনলোড করে নিতে হবে। আবেদন পত্রটি ডাউনলোড হয়ে গেলে সেটিকে ভালোভাবে পূরণ করে, তার সঙ্গে শিক্ষাগত যোগ্যতা সহ প্রয়োজনে ডকুমেন্টগুলো যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আবেদন পত্রটি আমাদের প্রতিবেদন নিচে দেয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি আবেদন পত্রটিকে ডাউনলোড করতে পারবেন।
•আবেদন পাঠানোর ঠিকানা:
আবেদন পত্রটি ভালোভাবে পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো যুক্ত করে নিম্নলিখিত ঠিকানায় পাঠিয়ে দিন ঠিকানায় পাঠান।
To The Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Administrative Building (Room No. 23), Karnajora, Raiganj, Uttar Dinajpur, 733130
•গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, এই আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ ৪ অক্টোবর ২০২৪ ।
*Official Notification :Download now
*Official Website :Click here
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You