WB Govt Job Recruitment : চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর রাজ্যে পুনরায় আরেকটি নতুন শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়াটি ডিস্ট্রিক্ট ই-গভর্নেন্স সোসাইটি তরফে সম্পূর্ণ করা হবে। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই নিয়োগ মূলত রাজ্যের জেলায় করা হলেও পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার নাগরিক নারী-পুরুষ নির্বিশেষে সকলে আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন। তাই আপনি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকলে উক্ত নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন। নিম্নে এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- শূন্য পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ প্রভৃতি বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। WB Govt Job Recruitment
•এমপ্লয়মেন্ট নং: রাজ্যের জেলাশাসক অফিসে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার এমপ্লয়মেন্ট নং হল- 5037
•শূন্য পদের নাম:
বর্তমানে সংশ্লিষ্ট জেলা শাসক (DM) অফিসে যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মূলত District Project Manager পদে কর্মী নিয়োগ করা হবে।
•শিক্ষাগত যোগ্যতা:
নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী চাকরি প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক অথবা এর সমতুল্য কোন ডিগ্রী উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে স্নাতক এর পাশাপাশি কম্পিউটার অপারেটিং বিষয়ে ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ করে থাকতে হবে।WB DM Office Job Recruitment
•বেতন:
প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগের পর, আবেদনকারীর চাকরিপ্রার্থীদের প্রাথমিক অবস্থায় মাসিক বেতন ২৩,৫০০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও পরবর্তীকালে এই বেতনের পরিমাণ ধাপে ধাপে বাড়বে।
•বয়স:
জেলা শাসকের প্রজেক্ট ম্যানেজার পদে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে ৩৫ বছর মধ্যে হতে হবে। এছাড়াও বিভিন্ন সংরক্ষণ শ্রেণীর চাকরি প্রার্থীরা যথা- Sc, St , Obc, Ews এবং অন্যান্য সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সের ছাড় পাবেন।
•আবেদন পদ্ধতি:
এই আবেদন প্রক্রিয়া অফলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তার জন্য আবেদনকারী কে সর্বপ্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আমাদের প্রতিবেদনের নিচে এর অফিসিয়াল ওয়েবসাইটের এবং অফিসিয়াল নোটিফিকেশন লিংক দেওয়া রয়েছে। ওয়েবসাইটে প্রবেশ করে এর অফিসের নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড পর আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে। আবেদন পত্রটি ডাউনলোড হয়ে গেলে সেটাকে ভালোভাবে পূরণ করতে হবে। পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র গুলো যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা নিম্নে উল্লেখ করা হলো।
•প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীদের পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড, জন্ম প্রমাণ পত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতার নথিপত্র, কম্পিউটার সার্টিফিকেট ইত্যাদি নথিপত্রগুলো প্রয়োজন।
•আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা অফলাইনের মাধ্যমে যে ঠিকানায় তাদের আবেদন পত্রটি পাঠাবেন তা নিম্নলিখিত। এই ঠিকানায় আবেদনকারী সরাসরি গিয়ে আবেদন পত্রটিকে জমা করতে পারেন অথবা আবেদনের জন্য ডাক বিভাগের সহায়তা নিতে পারেন।
NIC Section, 2nd floor, the office of the District Magistrate, Bankura
•নিয়োগের স্থান:
উল্লেখিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগটি মূলত বাঁকুড়া জেলার জেলাশাসক দপ্তরে করা হবে।
•শেষ তারিখ:
২২ শে সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া জমা নেওয়া শুরু হয়েছে। এই আবেদন প্রক্রিয়া জমা নেওয়ার শেষ তারিখ আগামী ২২ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত। এছাড়াও এই চাকরি সংক্রান্ত অন্যান্য তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন। প্রতিবেদনের নিচে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেয়া হয়েছে। সেখানে ক্লিক করে সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন।
অফিসিয়াল নোটিশ : ডাউনলোড
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You