পশ্চিমবঙ্গ সরকার বেকারদের জন্য নিয়ে আসলো দারুন সুখবর। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে বেকারদের মাসে মাসে দেওয়া হচ্ছে ১৫০০ টাকা। কোনো পরিশ্রম ছাড়াই বেকারদের দেওয়া হবে মাসে মাসে বেকার ভাতা। রাজ্যের বাসিন্দা ও বেকার হলে এই সুযোগ পেতে পারেন। রাজ্য সরকারের সংশ্লিষ্ট প্রকল্পে আবেদন করতে চাইলে নিচে শেষ পর্যন্ত পড়তে হবে। WB Govt Scheme
এদিকে রাজ্যের মহিলাদের জন্য মাসিক ভাতা দেওয়ার প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার। যার নাম লক্ষীর ভান্ডার। শুধু তাই নয়, স্বাস্থ্য থেকে খাদ্য, পড়াশোনার লোন থেকে স্কলারশিপ, কন্যাশ্রী বা রুপশ্রী প্রকল্প সহ আরও নানা প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসীকে সহায়তা করছেন। রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে বেকার ভাতা প্রকল্প যার মাধ্যমে পাবেন মাসিক ১৫০০ টাকা। চলুন আজকে জেনে নেওয়া যাক বিস্তারিত। WB Govt Scheme
এই প্রকল্পের উদ্দেশ্য : এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল বেকারদের মাসে মাসে ১৫০০ টাকা বিনা পরিশ্রমে দেওয়া হবে। এর মূল উদ্দেশ্য হলো যাতে পড়াশোনা সহ কর্মহীনদের বেকারদের সহায়তা করা যায়।
ভাতার পরিমান : বেকার যুবকেরা সফল ভাবে আবেদন করলে বা প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করলে, এক্ষেত্রে মাসিক ১৫০০ টাকা দেওয়া হবে।
আবেদন করতে কী যোগ্যতা থাকতে হবে :
1. প্রার্থীকে অবশ্যই রাজ্যের বাসিন্দা হতে হবে
2. প্রার্থীর অবশ্যই 18 বছরের বেশি বয়স হতে হবে।
3. শিক্ষাগত যোগ্যতা নিদিষ্ট নেই, তবে অষ্টম বা তার বেশি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন ।
4. প্রার্থীকে অবশ্যই বেকার হতে হবে।
আবেদন প্রক্রিয়া : যারা আবেদন করতে ইচ্ছুক তারা সাধারণত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে –
1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট (Employment Bank) ভিজিট করে আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে
2. তারপর New Enrolment job seeker অপশন ক্লিক করে Accept and Continue করতে হবে।
3. তারপর জরুরি তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
4. তারপর নির্দেশমতো প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহের স্ক্যান কপি জমা করতে হবে
5. সবশেষে একবার যাচাই করে ফাইনাল সাবমিট করতে হবে
জরুরি ডকুমেন্টস সমূহ :
1. বয়সের প্রমাণ পত্র বা মাধ্যমিক এডমিট
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. পরিচয় পত্র
4. আধার বা ভোটার কার্ড
5. পাসপোর্ট সাইজের ছবি
6. অন্যান্য
7. এক্সচেঞ্জ কার্ড
যুবশ্রী প্রকল্প সম্পর্কে আগে ভালোভাবে যাচাই করে তারপর আবেদন করবেন –
https://employmentbankwb.gov.in/yuva_utsaha_prakalpa.php
Govt Job is a genuine Job Content Provide. We work from few years. We provide genuine and helpful content to user. Thank You