রাজ্যে অষ্টম পাশে প্রচুর হোস্টেল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এখনই আবেদন করে ফেলুন – WB Hostel Job Recruitment

চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর, হোস্টেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস। তাই যে সকল চাকরিপ্রার্থীরা ন্যূনতম যোগ্যতায় ভালো চাকরির প্রতীক্ষায় বসে ছিলেন, অবশেষে তাদের প্রতীক্ষার অবসান ঘটলো। এই নিয়োগ প্রক্রিয়ায় এমপ্লয়মেন্ট নং- 466/BCW/JGM । পশ্চিমবঙ্গের সকল নাগরিক আবেদন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে। তাই আর দেরি না করে আসুন হোস্টেলে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নব বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন- শূন্য পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়স সীমা, আবেদন কবে শুরু হয়েছে কতদিন পর্যন্ত চলবে প্রভৃতি বিস্তারিত তথ্যে জেনে নেওয়া যাক। WB Hostel Job Recruitment 

wb hostel job recruitment

•এমপ্লয়মেন্ট নং: 466/BCW/JGM

শূন্য পদের নাম: হোস্টেলে গ্রুপ ডি পদে, যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রথম শূন্য পদটির নাম কর্ম বন্ধু।

শিক্ষাগত যোগ্যতা: কর্ম বন্ধু পদে আবেদন করতে হলে, আবেদনকারী কে অবশ্যই কোন স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।

মাসিক বেতন: মাসিক বেতন দেয়া হবে ৩০০০ টাকা।

•শূন্য পদের নাম: হোস্টেলের নিয়োগ প্রক্রিয়ায় দ্বিতীয় শূন্য পাদটির নাম হল কুক ।

শিক্ষাগত যোগ্যতা: আবেদন করতে চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।

মাসিক বেতন: মাসিক বেতন দেয়া হবে ৭০০০ টাকা।

•শূন্য পদের নাম: এই নিয়োগ প্রক্রিয়ায় তৃতীয় শূন্য পদটির নাম হেল্পার পদ।

শিক্ষাগত যোগ্যতা: হেল্পার পদে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ আবশ্যিক।

মাসিক বেতন: মাসিক বেতন দেয়া হবে ৫০০০ টাকা।

•শূন্য পদের নাম: চতুর্থ শূন্য পদের নাম হলো দারোয়ান পদ।

শিক্ষাগত যোগ্যতা: দারোয়ান পদে আবেদন করতে চাকরিপ্রার্থীদের কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ করতে হবে। এর পাশাপাশি আবেদনকারী ব্যক্তিকে শারীরিকভাবে সক্ষম থাকতে হবে।

মাসিক বেতন: মাসিক বেতন দেয়া হবে ৬০০০ টাকা।

•শূন্য পদের নাম: পঞ্চম শূন্য পদের নাম হল মেট্রন‌পদ।

শিক্ষাগত যোগ্যতা: মেট্রন পদে আবেদনকারী কে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করতে হবে।

মাসিক বেতন: মাসিক বেতন দেয়া হবে ৯০০০ টাকা।

•আবেদন পদ্ধতি :
আগ্রহী চাকরিপ্রার্থীদের অফলাইনে মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। ‌ তার জন্য সর্ব প্রথম আবেদনকারী কে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটিকে ডাউনলোড করে নিতে হবে। আবেদন পত্রটি ডাউনলোড হয়ে গেলে সেটিকে সুন্দরভাবে পূরণ করতে হবে। পূরণ হয়ে গেলে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র গুলো যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা নিচে দেওয়া রয়েছে।

•আবেদন পাঠানোর ঠিকানা :
আবেদনে আগ্রহী চাকরি প্রার্থীরা নিম্নলিখিত ঠিকানায়, আবেদন পত্রটি পাঠাতে হবে-
Office of the PO-cum-DWO, BCW& TD, Jhargram, 2nd Floor, Collectorate Complex (Near Jhargram Raj College) PO, PS & Dist. Jhargram, PIN 721507

•আবেদনের সময়সীমা :
আপনাদের আবেদন পত্রটি আগামী ৪ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত সপ্তাহে ছুটির দিন বাদে যে কোনো দিন সকাল ১১ টা থেকে বিকাল ৫ টার মধ্যে জমা করতে পারবেন।

•নিয়োগের স্থান :
নিয়োগের বিজ্ঞপ্তি মূলত ঝাড় গ্রাম জেলা থেকে প্রকাশিত হয়েছে। তাই আপনি যদি ঝাড় গ্রামে গিয়ে চাকরি করতে প্রস্তুত থাকেন তাহলে নির্দ্বিধায় আবেদন পত্রটি পাঠাতে পারেন।
এছাড়াও এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে এর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখুন। আবেদন নিচে অফিসিয়াল নোটিফিকেশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে সরাসরি দেখে নিতে পারবেন।

Official Notification : Download 

Leave a Comment